লুসাই রাজা-রানির বেশে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

গত ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে সংসার শুরু করেছেন অভিনেতা নিলয় আলমগীর। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। কিন্তু অভিনেতা বলে কথা! শুভজন বা নিন্দুকের কথা—দুই-ই সইতে হয়, এটাই স্বাভাবিক। নিলয়ের আগের সংসার ভাঙা আর নতুন বিয়ের খবরে নানা রকম বিব্রতকর মন্তব্য করতে ছাড়েনি লোকজন। সে নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন নিলয়, ‘ভাই, শান্তিতে ঘর-সংসারও করতে দেবে না মানুষ! কী যে একটা অবস্থা!’

হৃদি পুরো বিষয়টি সামলে নিয়েছেন নিজের মতো করেই। ভক্তরা তো কত কিছুই বলবে! অভিনেতা স্বামীর এইটুকুন যন্ত্রণা সামলে নেওয়াই যায়। নিলয় জানালেন, দুজনের বোঝাপড়াটা নাকি বেশ! বিয়ের পরে হানিমুনে গিয়েছিলেন কক্সবাজারে। নিজেদের মতো করে সাগরপাড়ে সময় কাটিয়ে ফিরেছেন ঢাকায়। শুটিংয়ের তাড়া আছে।

এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে নিলয় অভিনীত মুরাদ পারভেজের ধারাবাহিক ‘স্মৃতির আলপনা আঁকি’। আরটিভিতে চলছে মুসাফির রনির ‘বাজিমাত’। দুই ধারাবাহিকের শুটিং শেষে শিডিউল দেওয়া ছিল আরও এক নাটকের। অভিনেত্রী নাদিয়ার সঙ্গে শুটিং। কিন্তু পারিবারিক কারণে শুটিং শিডিউল পিছিয়েছেন নাদিয়া।

হাতে সময় পাওয়া গেল। ফাঁকা দিনগুলোতে তাই আবার স্ত্রী হৃদিকে নিয়ে নিলয় ছুটলেন পাহাড়ে। এবার সাজেক। ২ তারিখে রওনা দিয়ে ৩ তারিখে পৌঁছে গেলেন। হৃদিকে নিয়েই উঠে গেলেন কংলাক পাহাড়ে।

কাছেই একটা গ্রাম তৈরি হয়েছে। নামকরণ হয়েছে লুসাই গ্রাম। লুসাই পাহাড়ের বাসিন্দা লুসাইদের জীবন আর সংস্কৃতি তুলে ধরতেই এমন উদ্যোগ। হৃদিকে নিয়ে সেই গ্রামে গেলেন নিলয়। ১০০ টাকায় ভাড়া পেলেন লুসাই রাজা আর রানির পোশাক। চট করে পরে নিলেন পোশাক। লুসাই রাজা আর রানির বেশটা ক্যামেরার ঝলকানিতে তুলে নিলেন স্মৃতির অ্যালবামে। ফিরতি পথে থামলেন খাগড়াছড়িতে। সেখানেও চড়েছেন পাহাড়ে, দেখেছেন গুহা। তারপর ৬ সেপ্টেম্বর ফিরেছেন ঢাকায়।

নিলয় বলেন, ‘শুটিংয়ের কারণে ঘোরাঘুরির সময় করতে পারি না। বিয়ের পর স্ত্রীকে সময় দেওয়াটা প্রয়োজন ছিল। তাই সুযোগ পেয়েই ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। দারুণ সময় কেটেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে প্রতিবছর ভ্রমণের জন্য সময় বরাদ্দ রাখব। প্রতিবছর বেড়াতে যাব। ভালো সময় কাটালে, মন ভালো থাকলে কাজেও মুড আসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত