জনপ্রিয় কানাডীয় র্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন বাড়ির একজন নিরাপত্তারক্ষী। তাঁর অবস্থা বেশ সংকটজনক। হাসপাতালে চলছে চিকিৎসা। বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার কানাডীয় সময় বেলা ২টায়। গাড়িতে করে এসে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর নিমেষে পালিয়ে যায় তারা।
এদিকে ঘটনা জানাজানি হতেই ড্রেককে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে হামলার সময় এ র্যাপার বাড়ি ছিলেন কি না, সে সম্পর্কে জানা যায়নি।
টরন্টোর মেয়র অলিভিয়া চৌ সংবাদমাধ্যমকে বলেন, ‘এই শহরে কোনো গুলি চালানোকে স্বাগত জানানো হয় না এবং আমি আশা করি পুলিশ আইন লঙ্ঘনকারী লোকদের দ্রুত খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেবে।’
সম্প্রতি র্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের ঝামেলা নিয়ে বিস্তর হইচই হয়। লামার নিজের একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন। তাঁকে মাদকাসক্ত, জুয়াখোর বলেন। এ-ও দাবি করেন, ড্রেক এক মেয়ের বাবা আর সেটা গোপন রেখেছেন। এতেই দুজনের মধ্যে বিবাদের শুরু। তবে এ ঘটনার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।
কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে ড্রেকের। তাঁর বাবা ছিলেন ড্রামার, আর মা শিক্ষকতা করতেন। ড্রেকের যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
সংগীতের প্রতি অনুরাগ ড্রেকের ছোটবেলা থেকেই ছিল। অল্প বয়স থেকে তিনি ক্লাবে গান গাইতেন। তারপর শুরু করেন র্যাপ। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
জনপ্রিয় কানাডীয় র্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন বাড়ির একজন নিরাপত্তারক্ষী। তাঁর অবস্থা বেশ সংকটজনক। হাসপাতালে চলছে চিকিৎসা। বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার কানাডীয় সময় বেলা ২টায়। গাড়িতে করে এসে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর নিমেষে পালিয়ে যায় তারা।
এদিকে ঘটনা জানাজানি হতেই ড্রেককে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে হামলার সময় এ র্যাপার বাড়ি ছিলেন কি না, সে সম্পর্কে জানা যায়নি।
টরন্টোর মেয়র অলিভিয়া চৌ সংবাদমাধ্যমকে বলেন, ‘এই শহরে কোনো গুলি চালানোকে স্বাগত জানানো হয় না এবং আমি আশা করি পুলিশ আইন লঙ্ঘনকারী লোকদের দ্রুত খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেবে।’
সম্প্রতি র্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের ঝামেলা নিয়ে বিস্তর হইচই হয়। লামার নিজের একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন। তাঁকে মাদকাসক্ত, জুয়াখোর বলেন। এ-ও দাবি করেন, ড্রেক এক মেয়ের বাবা আর সেটা গোপন রেখেছেন। এতেই দুজনের মধ্যে বিবাদের শুরু। তবে এ ঘটনার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।
কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে ড্রেকের। তাঁর বাবা ছিলেন ড্রামার, আর মা শিক্ষকতা করতেন। ড্রেকের যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
সংগীতের প্রতি অনুরাগ ড্রেকের ছোটবেলা থেকেই ছিল। অল্প বয়স থেকে তিনি ক্লাবে গান গাইতেন। তারপর শুরু করেন র্যাপ। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটি পয়লা বৈশাখ ও তার পরের দিন দুটো প্রদর্শনী হচ্ছে।
৪ ঘণ্টা আগেনামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
৯ ঘণ্টা আগেতিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীত জগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার এবং টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
১১ ঘণ্টা আগেপ্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। একই সঙ্গে গতকাল শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা...
১৫ ঘণ্টা আগে