Ajker Patrika

নুসরাত ফারিয়ার ‘হাবিবি’ আসছে ৭ নভেম্বর

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২০: ৪৭
নুসরাত ফারিয়ার ‘হাবিবি’ আসছে ৭ নভেম্বর

নুসরাত ফারিয়া প্রথমে উপস্থাপনা, পরে সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। তাঁর আরেকটি গুণের কথা সবাই জানেন। ভালো গানও করেন তিনি। ‘হাবিবি’ নামে নতুন গানের খবর দিয়েছিলেন কিছুদিন আগে। এবার জানালেন গানটি মুক্তির তারিখ।

ফারিয়া জানিয়েছেন, ৭ নভেম্বর ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ প্রকাশ করবে গানটি। খানিকটা অ্যারাবিক ধাঁচের গান ‘হাবিবি’র সংগীতায়োজন করেছেন আদিব। ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন বাবা যাদব।

‘হাবিবি’ গানে নুসরাত ফারিয়াফারিয়া বলেন, ‘আমরা প্রায় সাত মাস ধরে গানটির কাজ করেছি। এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। গানটা আইটেম সং ঢঙে সুর করা হয়েছে। আমরা মুম্বাই একটা মহলে শুটিং করেছি। আমি বলব যে, এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনো রকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’

‘হাবিবি’ গানে নুসরাত ফারিয়া‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। গানটি নিয়ে আলোচনা যেমন হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে। তবে দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ গেয়ে প্রশংসা পেয়েছেন এই গায়িকা-নায়িকা। এবার আসছে ফারিয়ার তৃতীয় গান ‘হাবিবি’। ইতিমধ্যে গানের টিজার প্রকাশ পেয়েছে।

দেখুন নুসরাত ফারিয়ার ‘হাবিবি’ গানের টিজার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত