গত সপ্তাহে খবর ছড়ায়—দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড অ্যাসপার গায়িকা কারিনা প্রেম করে বেড়াচ্ছেন অভিনেতা লি জে উকের সঙ্গে। কিন্তু এই খবরকে স্বাভাবিকভাবে নেয়নি তারকা গায়িকার ভক্তরা। শুধু তাই নয়, কারিনার এমন প্রেমিক থাকাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দেয় তারা।
বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, কারিনার অ্যাজেন্সি বরাবর একটি ট্রাক নিয়ে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ ভক্তকুল। সেই ট্রাকে আবার বড় ডিজিটাল সাইনবোর্ডে লেখা ছিল—‘ভক্তদের দেওয়া ভালোবাসা—আপনার জন্য কি যথেষ্ট নয়?’
অবশেষে এক সপ্তাহের নীরবতা ভাঙলেন ২৩ বছর বয়সী পপ গায়িকাও। আজ বুধবার বিবিসি জানিয়েছে, ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্ট করেছেন অ্যাসপা গায়িকা। এই চিঠিতে তিনি ভক্তদের ‘হৃদয়ের ক্ষত নিরাময়ের’ প্রতিশ্রুতি দিয়েছেন। লিখেছেন, ‘আমি আপনাদের এমন অবাক করে দেওয়ার জন্য ক্ষমা চাই।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে পপ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া অহরহই দেখা যায়। ভক্তদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় অনেক তারকাকেই।
২০২০ সালের অক্টোবরে অ্যাসপা ব্যান্ডে যোগ দিয়ে প্রথমবারের মতো মূলধারার কে-পপে আত্মপ্রকাশ করেন কারিনা। এক মাসের মধ্যেই চার নারীর ওই ব্যান্ডের নেতৃত্ব পান তিনি। গত বছর তাদের অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড’ ২১ লাখ কপি বিক্রি করেছেন শুধু দক্ষিণ কোরিয়ায়।
অভিনেতা লি জে উকের সঙ্গে কারিনার সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আনে কোরীয় সংবাদমাধ্যম ডিসপ্যাচ। পরে দুজনের অ্যাজেন্সিই স্বীকার করে যে, তাঁরা প্রেম করছেন।
ডিসপ্যাচ জানিয়েছিল, সিউল ও মিলানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। গত ১৪ জানুয়ারি ইতালির একটি ফ্যাশন শোতে একসঙ্গে হাজির ছিলেন তাঁরা।
প্রথম দেখাতেই তাঁরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন বলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছিল ডিসপ্যাচ।
গত সপ্তাহে খবর ছড়ায়—দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড অ্যাসপার গায়িকা কারিনা প্রেম করে বেড়াচ্ছেন অভিনেতা লি জে উকের সঙ্গে। কিন্তু এই খবরকে স্বাভাবিকভাবে নেয়নি তারকা গায়িকার ভক্তরা। শুধু তাই নয়, কারিনার এমন প্রেমিক থাকাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দেয় তারা।
বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, কারিনার অ্যাজেন্সি বরাবর একটি ট্রাক নিয়ে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ ভক্তকুল। সেই ট্রাকে আবার বড় ডিজিটাল সাইনবোর্ডে লেখা ছিল—‘ভক্তদের দেওয়া ভালোবাসা—আপনার জন্য কি যথেষ্ট নয়?’
অবশেষে এক সপ্তাহের নীরবতা ভাঙলেন ২৩ বছর বয়সী পপ গায়িকাও। আজ বুধবার বিবিসি জানিয়েছে, ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্ট করেছেন অ্যাসপা গায়িকা। এই চিঠিতে তিনি ভক্তদের ‘হৃদয়ের ক্ষত নিরাময়ের’ প্রতিশ্রুতি দিয়েছেন। লিখেছেন, ‘আমি আপনাদের এমন অবাক করে দেওয়ার জন্য ক্ষমা চাই।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে পপ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া অহরহই দেখা যায়। ভক্তদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় অনেক তারকাকেই।
২০২০ সালের অক্টোবরে অ্যাসপা ব্যান্ডে যোগ দিয়ে প্রথমবারের মতো মূলধারার কে-পপে আত্মপ্রকাশ করেন কারিনা। এক মাসের মধ্যেই চার নারীর ওই ব্যান্ডের নেতৃত্ব পান তিনি। গত বছর তাদের অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড’ ২১ লাখ কপি বিক্রি করেছেন শুধু দক্ষিণ কোরিয়ায়।
অভিনেতা লি জে উকের সঙ্গে কারিনার সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আনে কোরীয় সংবাদমাধ্যম ডিসপ্যাচ। পরে দুজনের অ্যাজেন্সিই স্বীকার করে যে, তাঁরা প্রেম করছেন।
ডিসপ্যাচ জানিয়েছিল, সিউল ও মিলানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। গত ১৪ জানুয়ারি ইতালির একটি ফ্যাশন শোতে একসঙ্গে হাজির ছিলেন তাঁরা।
প্রথম দেখাতেই তাঁরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন বলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছিল ডিসপ্যাচ।
কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটি পয়লা বৈশাখ ও তার পরের দিন দুটো প্রদর্শনী হচ্ছে।
৪ ঘণ্টা আগেনামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
৯ ঘণ্টা আগেতিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীত জগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার এবং টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
১১ ঘণ্টা আগেপ্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। একই সঙ্গে গতকাল শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা...
১৫ ঘণ্টা আগে