Ajker Patrika

কনসার্ট মঞ্চে নখ কেটে নেটিজেনদের সমালোচনার মুখে অরিজিৎ

আপডেট : ০৮ মে ২০২৪, ১০: ৩৬
কনসার্ট মঞ্চে নখ কেটে নেটিজেনদের সমালোচনার মুখে অরিজিৎ

সম্প্রতি দুবাইয়ের একটি কনসার্টে পারফর্ম করেছেন জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিং। আর সেই কনসার্টে সমালোচনার মুখে পড়েছেন এই গায়ক। কনসার্টের বেশ কিছু ভিডিও আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, মঞ্চে কনসার্ট চলার মাঝেই নখ কাটতে শুরু করেন অরিজিৎ সিং। আর তাতেই নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি।

অনুরাগীদের একাংশের বক্তব্য, নখ বড় হওয়ায় সম্ভবত গিটার বাজাতে অসুবিধে হচ্ছিল অরিজিতের। শ্রোতাদের বিঘ্ন না ঘটিয়েই তাই তা কেটে নেন গায়ক।

তবে সে অজুহাত মেনে নিতে পারেননি নেটিজেনদের অধিকাংশই। তাঁদের কথায়, এ ভাবে নখ কাটা অস্বাস্থ্যকর। তা ছাড়া, মঞ্চে ওঠার আগেই শিল্পীর তা দেখে নেওয়া উচিত ছিল। 

দুবাইয়ের কনসার্টে মঞ্চে নখ কেটে নেটিজেনদের সমালোচনার মুখে অরিজিৎ। ছবি: সংগৃহীতগায়কের অরিজিৎ পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ। লাইভ কনসার্টের মাঝে এমন কাণ্ড কেন ঘটিয়েছেন তিনি, তা নিয়ে অবশ্য কোনো বিবৃতি এখনো দেননি অরিজিৎ।

অরিজিৎ এখন আছেন গ্রামের বাড়িতে, কারণ ভারতে চলছে লোকসভা ভোট। গতকাল মঙ্গলবার জিয়াগঞ্জে ভোট কেন্দ্রে অরিজিৎকে সস্ত্রীক ভোট দিতে যেতে দেখা গেছে। সেখানেও তাঁদের দুজনকেই ঘিরে ধরেছিলেন সেলফি শিকারিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত