গত জুলাই থেকে আড়ালে চিত্রনায়ক আরিফিন শুভ। ছাত্র আন্দোলনে নিরব থাকায় তাঁকে নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, সে সময় হঠাৎ করেই জানান দেন বিবাহবিচ্ছেদের কথা। এরপর আবারও অন্তরালে অভিনেতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাঁর সরকারি প্লট বাতিল নিয়ে আলোচনা তৈরি হলেও শুভ ছিলেন নিশ্চুপ। অবশেষে খোঁজ পাওয়া গেল তাঁর। সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’র শুটিংয়ে কলকাতায় গেছেন আরিফিন শুভ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত সপ্তাহে শুরু হয়েছে সিরিজটির শুটিং। শুটিংয়ে যোগ দিতে গত শুক্রবার কলকাতায় গেছেন শুভ। জ্যাজ সিটি সিরিজটি তৈরি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। তবে বাংলাদেশে এর কোনো অংশের শুটিং হবে না।
গত জুনেই জানা গিয়েছিল শুভর এই সিরিজের খবর। এতে শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া টালিউড ও বলিউডের একাধিক অভিনয়শিল্পীকে দেখা যাবে। যেহেতু মুক্তিযুদ্ধের সময়ের গল্প, তাই সত্তরের দশকের আদলে সেট বানিয়েই চলছে শুটিং।
জ্যাজ সিটির নির্মাতা সৌমিক সেন যুক্ত ছিলেন গত বছর মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি সিরিজ ‘জুবিলি’র সঙ্গে। বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছিলেন সৌমিক। প্রেক্ষাপট ছিল চল্লিশের দশকের শেষের দিকের মুম্বাই শহর ও বলিউডের শুরুর দিকের ঘটনা। জুবিলির মতো নতুন এ সিরিজেও সৌমিক পর্দায় তুলে ধরবেন পুরোনো প্রেক্ষাপট।
জ্যাজ সিটি পশ্চিমবঙ্গে আরিফিন শুভর তৃতীয় ওয়েব কনটেন্ট। এর আগে করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’। সত্তরের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল উনিশে এপ্রিল। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ। গত জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে মুক্তি পেয়েছে ওয়েব সিনেমাটি।
উনিশে এপ্রিল আলোর মুখ দেখলেও আটকে আছে লহু। উল্লেখ্য গত বছর কলকাতায় কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির। ‘লহু’ ছিল সেই প্রজেক্টের একটি সিরিজ। বিভিন্ন সমস্যার কারণে কলকাতায় কার্যক্রম বন্ধ করে দেয় চরকি। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় লহুর শুটিং। পরে বাংলাদেশে কিছু অংশের কাজ হয়। এতে শুভর বিপরীতে আছেন সোহিনী সরকার। আরও আছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।
গত জুলাই থেকে আড়ালে চিত্রনায়ক আরিফিন শুভ। ছাত্র আন্দোলনে নিরব থাকায় তাঁকে নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, সে সময় হঠাৎ করেই জানান দেন বিবাহবিচ্ছেদের কথা। এরপর আবারও অন্তরালে অভিনেতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাঁর সরকারি প্লট বাতিল নিয়ে আলোচনা তৈরি হলেও শুভ ছিলেন নিশ্চুপ। অবশেষে খোঁজ পাওয়া গেল তাঁর। সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’র শুটিংয়ে কলকাতায় গেছেন আরিফিন শুভ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত সপ্তাহে শুরু হয়েছে সিরিজটির শুটিং। শুটিংয়ে যোগ দিতে গত শুক্রবার কলকাতায় গেছেন শুভ। জ্যাজ সিটি সিরিজটি তৈরি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। তবে বাংলাদেশে এর কোনো অংশের শুটিং হবে না।
গত জুনেই জানা গিয়েছিল শুভর এই সিরিজের খবর। এতে শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া টালিউড ও বলিউডের একাধিক অভিনয়শিল্পীকে দেখা যাবে। যেহেতু মুক্তিযুদ্ধের সময়ের গল্প, তাই সত্তরের দশকের আদলে সেট বানিয়েই চলছে শুটিং।
জ্যাজ সিটির নির্মাতা সৌমিক সেন যুক্ত ছিলেন গত বছর মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি সিরিজ ‘জুবিলি’র সঙ্গে। বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছিলেন সৌমিক। প্রেক্ষাপট ছিল চল্লিশের দশকের শেষের দিকের মুম্বাই শহর ও বলিউডের শুরুর দিকের ঘটনা। জুবিলির মতো নতুন এ সিরিজেও সৌমিক পর্দায় তুলে ধরবেন পুরোনো প্রেক্ষাপট।
জ্যাজ সিটি পশ্চিমবঙ্গে আরিফিন শুভর তৃতীয় ওয়েব কনটেন্ট। এর আগে করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’। সত্তরের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল উনিশে এপ্রিল। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ। গত জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে মুক্তি পেয়েছে ওয়েব সিনেমাটি।
উনিশে এপ্রিল আলোর মুখ দেখলেও আটকে আছে লহু। উল্লেখ্য গত বছর কলকাতায় কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির। ‘লহু’ ছিল সেই প্রজেক্টের একটি সিরিজ। বিভিন্ন সমস্যার কারণে কলকাতায় কার্যক্রম বন্ধ করে দেয় চরকি। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় লহুর শুটিং। পরে বাংলাদেশে কিছু অংশের কাজ হয়। এতে শুভর বিপরীতে আছেন সোহিনী সরকার। আরও আছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।
এবার বর্ষপূর্তির অনুষ্ঠানে থাকবে ভিন্নতা। অনেক দিন আগে থেকে এমনটা জানিয়ে আসছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ১৩ এপ্রিল বাংলা বর্ষপূর্তির দিনে চৈত্রসংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এতে ঢাকার ব্যান্ডগুলোর সঙ্গে গাইবে বেশ কিছু পাহাড়ি ব্য
২১ ঘণ্টা আগেবাংলা নববর্ষ উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করেছে আইইউবি থিয়েটার। দুই দিনব্যাপী এই নাট্যোৎসবে অংশ নেবে চারটি নাটকের দল। ১৩ ও ১৪ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) অডিটরিয়ামে আয়োজিত হবে এই উৎসব।
২১ ঘণ্টা আগে২০১৭ সালে প্রচার হয়েছিল জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ‘বড় ছেলে’। প্রচারের পর ইউটিউবে আলোড়ন তোলে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটকটি। ভিউর সংখ্যা বিবেচনায় ১ নম্বরে উঠে আসে বড় ছেলে। ইউটিউবে এখন পর্যন্ত এই নাটকের ভিউ সংখ্যা ৫ কোটি ৪১ লাখের বেশি। এবার বড় ছেলের রেকর্ড ভেঙে দিল নাটক ‘
২১ ঘণ্টা আগেদীর্ঘ এক দশকের পুরোনো দ্বন্দ্ব মিটিয়ে নিলেন এলটন জন ও ম্যাডোনা। ২০০২ সাল থেকে তাঁদের মুখ দেখাদেখি ছিল না। এই বৈরী সম্পর্ক পোড়াচ্ছিল দুজনকেই, বিশেষ করে ম্যাডোনাকে। পপ কুইন তাই নিজ থেকেই গিয়ে কথা বলেছেন প্রখ্যাত ব্রিটিশ গায়কের সঙ্গে। পুরোনো ঘটনার জন্য ম্যাডোনার কাছে ক্ষমাও চেয়েছেন এলটন জন।
১ দিন আগে