পশ্চিমবঙ্গের বিনোদনজগতের পরিচিত নাম সুদীপা চ্যাটার্জি। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘জি বাংলা রান্নাঘর’-এর সঞ্চালনা করে পেয়েছেন খ্যাতি। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, সুদীপার জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও। তাই সম্প্রতি রান্নার অনুষ্ঠান নিয়ে তিনি এসেছেন এখানে। ঈদ উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন তিনি। সেই অনুষ্ঠানে গরুর মাংস রান্না নিয়ে পশ্চিমবঙ্গে চরম কটাক্ষের শিকার হলেন তিনি।
রান্নার অনুষ্ঠান ‘রাঁধুনী এপার-ওপারের রান্না’ নামের একটি শোতে বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে দেখা গেছে সুদীপাকে। সেখানে তারিন রান্না করেন গরুর মাংসের কোফতা। আর এতেই পশ্চিমবঙ্গের নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি।
একজন হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। এমনকি তাঁর পাঁচ বছরের ছেলে আদিদেব চ্যাটার্জি অপহরণ করার হুমকি এসেছে।
তবে এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সুদীপা বলেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যাঁরা এটা নিয়ে ট্রল করছেন, তাঁদের মধ্যে সিংহভাগ মানুষ ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূর অস্ত, রান্নাও করিনি। এমনকি ছুঁইওনি। দ্বিতীয়ত, তারিন জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না যে আমি গরুর মাংস স্পর্শ পর্যন্ত করেছি।’
ছোট পর্দা থেকে মাসখানেক আগেই বিরতি নিয়েছেন সুদীপা চ্যাটার্জি। তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। সেখানে এপার-ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরেন তিনি। আর সেই সূত্রেই ঈদুল আজহার আগে বাংলাদেশে এসেছিলেন। আর তখনই ইদ স্পেশাল রান্নার অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।
তবে ‘রাঁধুনী এপার-ওপারের রান্না’ ইউটিউব চ্যানেলে পুরো এপিসোডটি রয়েছে। সেখানে সুদীপা নিজের হাতে বানান কলকাতার স্টাইল গন্ধরাজ শামি কাবাব। সেখানে তিনি খাসির মাংসই ব্যবহার করেন। পুরো পর্বে একবারও সুদীপাকে কোথাও গরুর মাংসের কোফতা মুখে দিতে দেখা যায়নি।
পশ্চিমবঙ্গের বিনোদনজগতের পরিচিত নাম সুদীপা চ্যাটার্জি। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘জি বাংলা রান্নাঘর’-এর সঞ্চালনা করে পেয়েছেন খ্যাতি। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, সুদীপার জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও। তাই সম্প্রতি রান্নার অনুষ্ঠান নিয়ে তিনি এসেছেন এখানে। ঈদ উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন তিনি। সেই অনুষ্ঠানে গরুর মাংস রান্না নিয়ে পশ্চিমবঙ্গে চরম কটাক্ষের শিকার হলেন তিনি।
রান্নার অনুষ্ঠান ‘রাঁধুনী এপার-ওপারের রান্না’ নামের একটি শোতে বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে দেখা গেছে সুদীপাকে। সেখানে তারিন রান্না করেন গরুর মাংসের কোফতা। আর এতেই পশ্চিমবঙ্গের নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি।
একজন হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। এমনকি তাঁর পাঁচ বছরের ছেলে আদিদেব চ্যাটার্জি অপহরণ করার হুমকি এসেছে।
তবে এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সুদীপা বলেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যাঁরা এটা নিয়ে ট্রল করছেন, তাঁদের মধ্যে সিংহভাগ মানুষ ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূর অস্ত, রান্নাও করিনি। এমনকি ছুঁইওনি। দ্বিতীয়ত, তারিন জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না যে আমি গরুর মাংস স্পর্শ পর্যন্ত করেছি।’
ছোট পর্দা থেকে মাসখানেক আগেই বিরতি নিয়েছেন সুদীপা চ্যাটার্জি। তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। সেখানে এপার-ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরেন তিনি। আর সেই সূত্রেই ঈদুল আজহার আগে বাংলাদেশে এসেছিলেন। আর তখনই ইদ স্পেশাল রান্নার অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।
তবে ‘রাঁধুনী এপার-ওপারের রান্না’ ইউটিউব চ্যানেলে পুরো এপিসোডটি রয়েছে। সেখানে সুদীপা নিজের হাতে বানান কলকাতার স্টাইল গন্ধরাজ শামি কাবাব। সেখানে তিনি খাসির মাংসই ব্যবহার করেন। পুরো পর্বে একবারও সুদীপাকে কোথাও গরুর মাংসের কোফতা মুখে দিতে দেখা যায়নি।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমানের কারণেই নাকি ভারতের এই শিল্পের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে! তাঁর কারণেই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র শিল্পীরা কাজ হারাচ্ছেন। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন বলিউডের প্লেব্যাক শিল্পী অভিজিৎ ভট্টাচার্য।
১৬ ঘণ্টা আগেবহুকাল ধরে বাঙালি প্রেমিকের হৃদয়ে গোপন প্রিয়তমার রূপক হয়ে আছেন জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’। রহস্যময় চরিত্রটি নিয়ে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নাম ‘বনলতা সেন’। আগেই জানা গিয়েছিল, এতে অভিনয় করবেন খায়রুল বাসার। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করেছেন...
২১ ঘণ্টা আগেগত কয়েকটা বছর কঠিন সময় পার করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে চলছিল আইনি জটিলতা। তার প্রভাব দেখা গেছে অভিনয়েও। আলোচিত সেই মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জনি ডেপ। ভক্তরাও অপেক্ষায় প্রিয় অভিনেতাকে হলিউড সিনেমায় দেখার। এবার শেষ হতে চলেছে...
২১ ঘণ্টা আগে