বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় ‘মোখা’ সৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ মে ২০২৩, ২২: ১০
আপডেট : ০৫ মে ২০২৩, ২৩: ০৫

বঙ্গোপসাগরে আগামী রোববার লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি চলতি মাসের মাঝামাঝিতে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর বলছে, এখনো লঘুচাপ তৈরি হয়নি। দু-এক দিনের মধ্যে এটি ভালোভাবে বোঝা যাবে। 

আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, লঘুচাপ ৭ মে থেকে সৃষ্টি হবে। এর ফলে তাপমাত্রা বাড়বে। একটা তাপপ্রবাহ অনুভূত হতে পারে। এরপর এটি ঘনীভূত হতে পারে। 

বজলুর রশিদ আরও বলেন, ‘লঘুচাপ সৃষ্টি হলে স্থলভাগ থেকে মেঘ চলে যাবে, এতে সূর্যকিরণ বেশি অনুভূত হবে। এক-দুই দিনের মধ্যে বৃষ্টিও কমে যাবে।’ 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কি না, তার গতিপথ কী হবে, সেসব নিয়ে এখনই স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। এখনই এটা নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। আমরা পর্যবেক্ষণ করছি।’ 

এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, আগামীকাল শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। রোববার ওই অঞ্চলের ওপরই একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে—৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়—১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে—৬৮ মিলিমিটার। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত