Ajker Patrika

মধ্যরাতে ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২২: ৩১
আজ সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা
আজ সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীতে সন্ধ্যায় বৃষ্টি হওয়ার পর থেকে আবহাওয়া শীতল রয়েছে। এরই মধ্যে মধ্যরাত নাগাদ ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল কালাম মল্লিক স্বাক্ষরিত এই সতর্কবার্তা বলা হয়, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আজ সন্ধ্যা ৬টায় প্রকাশিত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগসহ দিনাজপুর, মৌলভীবাজার, ফেনী, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ বিকেলেও রাজধানীর আকাশ দেখে বোঝা যায়নি, থেকে থেকে হালকা বাতাস ছিল। সন্ধ্যায় হাওয়া বদলে যায়। হঠাৎ শুরু হয় মেঘের মৃদু গুড়গুড়, বিদ্যুতের ঝলকানি, ছিপছিপে বৃষ্টি। ক্রমেই বাতাসের গতি আর বৃষ্টির ফোঁটার আকার—দুটোই বাড়ে। এমন পরিবেশে হাঁপ ছেড়ে বাঁচে কয়েক দিনের ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে থাকা নগরবাসী।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘণ্টাখানেক ধরে রাজধানীতে বিরাজ করে এমন পরিবেশ। এতে করে একদিকে যেমন স্বস্তি ছিল, তেমনি যাত্রাপথে থাকা মানুষ পড়ে খানিকটা ভোগান্তিতে।

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। সড়কের পাশে কোনো ধরনের ছাউনি পেয়ে সেখানে আশ্রয় নেয় মানুষ। তবে অনেককে মনের আনন্দে ভিজতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত