নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের পর্যটনকে শুধু দেশীয়ভাবে নয় বরং আন্তর্জাতিক চিন্তা ভাবনার জায়গা থেকে আন্তর্জাতিকভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান।
আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে স্মার্ট শেরপুর জেলা বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ড. গোলাম রহমান বলেন, ‘বাংলাদেশের পর্যটন খুব একটা এগোয়নি। দেশের পর্যটন এলাকাগুলোর মতো শেরপুর এলাকায়ও পর্যটনের ব্যাপক সুযোগ আছে। কিন্তু আমরা সেগুলো এক্সপ্লোর করতে পারিনি। আমি ৩৫টি দেশে গিয়েছি। সেখানে যা দেখেছি সে অনুযায়ী বলতে পারি পর্যটনকে শুধু দেশীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে চিন্তা করতে হবে, আন্তর্জাতিকভাবে সাজাতে হবে। সুতরাং শেরপুরে লোভনীয় পর্যটন কেন্দ্রিক উন্নয়ন প্রকল্প নেওয়ার ব্যাপক সুযোগ আছে।’
শেরপুরের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেরপুর এখনো শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে। এখানে নেতৃত্বের সংকট আছে। উন্নয়নের জন্য জন প্রতিনিধিদেরও সম্পৃক্ত করতে হবে। এখানে আমাদের দাবি দাওয়াগুলো আমরা জানি। কিন্তু যারা এগুলো বাস্তবায়ন করবেন, তাঁদেরও শোনাবার ব্যবস্থা করতে হবে। আর হাতির আক্রমণের সমস্যা সমাধানের জন্য এক্সপার্টদের নিয়ে বসতে হবে। তাঁদের মতামতের ভিত্তিতে এর সমাধানের চেষ্টা করতে হবে।’
সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সংগঠনগুলোর এখনকার কাজ হল ইফতার পার্টি, পিকনিক, গিফট পাওয়া। এগুলোর কারণে অন্তত মিল মহব্বত হয়, দেখা শোনা হয়। তবে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে। আমাদের সময় ময়মনসিংহ বিভাগসহ আমাদের ৪টি দাবি ছিল—সেগুলো কিন্তু আমরা আদায় করতে পেরেছি। রাজনৈতিক সংগঠন ও নাগরিক সংগঠনগুলোর মধ্যে পার্থক্য থাকতে হবে। নাগরিক সংগঠনগুলোকে নাগরিক প্ল্যাটফর্মে রাখতে হবে।’
‘এই যে হাতির সমস্যা, তারা যখন ঘরবাড়ি ভেঙে ফেলছে, সুতরাং সেখানে যারা থাকছে সেটা এক ধরনের সমস্যা। কিন্তু আমরা ঢাকায় বসে এই সমস্যা অন্যভাবে দেখছি। পরিবেশ ও নিরাপত্তা দুটো বিষয়েই সমন্বয় করে এগিয়ে যেতে হবে। শেরপুরে একটি মেডিকেল কলেজ হওয়া উচিত। এই অঞ্চল কিন্তু পর্যটন এলাকা। তাই এই বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। দাবি দাওয়াগুলো ক্লিয়ার হতে হবে। এ জন্য একটি সমন্বয় কমিটি করে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মহিউদ্দীন আহমেদসহ অন্যরা।
বাংলাদেশের পর্যটনকে শুধু দেশীয়ভাবে নয় বরং আন্তর্জাতিক চিন্তা ভাবনার জায়গা থেকে আন্তর্জাতিকভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান।
আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে স্মার্ট শেরপুর জেলা বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ড. গোলাম রহমান বলেন, ‘বাংলাদেশের পর্যটন খুব একটা এগোয়নি। দেশের পর্যটন এলাকাগুলোর মতো শেরপুর এলাকায়ও পর্যটনের ব্যাপক সুযোগ আছে। কিন্তু আমরা সেগুলো এক্সপ্লোর করতে পারিনি। আমি ৩৫টি দেশে গিয়েছি। সেখানে যা দেখেছি সে অনুযায়ী বলতে পারি পর্যটনকে শুধু দেশীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে চিন্তা করতে হবে, আন্তর্জাতিকভাবে সাজাতে হবে। সুতরাং শেরপুরে লোভনীয় পর্যটন কেন্দ্রিক উন্নয়ন প্রকল্প নেওয়ার ব্যাপক সুযোগ আছে।’
শেরপুরের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেরপুর এখনো শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে। এখানে নেতৃত্বের সংকট আছে। উন্নয়নের জন্য জন প্রতিনিধিদেরও সম্পৃক্ত করতে হবে। এখানে আমাদের দাবি দাওয়াগুলো আমরা জানি। কিন্তু যারা এগুলো বাস্তবায়ন করবেন, তাঁদেরও শোনাবার ব্যবস্থা করতে হবে। আর হাতির আক্রমণের সমস্যা সমাধানের জন্য এক্সপার্টদের নিয়ে বসতে হবে। তাঁদের মতামতের ভিত্তিতে এর সমাধানের চেষ্টা করতে হবে।’
সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সংগঠনগুলোর এখনকার কাজ হল ইফতার পার্টি, পিকনিক, গিফট পাওয়া। এগুলোর কারণে অন্তত মিল মহব্বত হয়, দেখা শোনা হয়। তবে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে। আমাদের সময় ময়মনসিংহ বিভাগসহ আমাদের ৪টি দাবি ছিল—সেগুলো কিন্তু আমরা আদায় করতে পেরেছি। রাজনৈতিক সংগঠন ও নাগরিক সংগঠনগুলোর মধ্যে পার্থক্য থাকতে হবে। নাগরিক সংগঠনগুলোকে নাগরিক প্ল্যাটফর্মে রাখতে হবে।’
‘এই যে হাতির সমস্যা, তারা যখন ঘরবাড়ি ভেঙে ফেলছে, সুতরাং সেখানে যারা থাকছে সেটা এক ধরনের সমস্যা। কিন্তু আমরা ঢাকায় বসে এই সমস্যা অন্যভাবে দেখছি। পরিবেশ ও নিরাপত্তা দুটো বিষয়েই সমন্বয় করে এগিয়ে যেতে হবে। শেরপুরে একটি মেডিকেল কলেজ হওয়া উচিত। এই অঞ্চল কিন্তু পর্যটন এলাকা। তাই এই বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। দাবি দাওয়াগুলো ক্লিয়ার হতে হবে। এ জন্য একটি সমন্বয় কমিটি করে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মহিউদ্দীন আহমেদসহ অন্যরা।
বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
৬ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১৪ ঘণ্টা আগেকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৯৫, যা অস্বাস্থ্যকর। অন্যদিকে একদিন পরই আবারও বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইজিপট ও চীন...
১৫ ঘণ্টা আগেপাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১ দিন আগে