নিজস্ব প্রতিবেদক, ঢাকা
থেমে থেমে বৃষ্টি সঙ্গে দমকা বাতাস নিয়ে রিমাল এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার (২৭ মে) রাতেও ঢাকায় এমন ঝড় বৃষ্টি থাকবে। এ সময় বাতাসের গতিবেগ ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঢাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। যা এ বছর সর্বোচ্চ।
অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সকালে জানিয়েছিলেন, রিমালের কেন্দ্র ভাগ ৪টার পর ঢাকার দিকে আসবে। এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে। ঢাকায় আসলে বৃষ্টিপাত আর দমকা বাতাস বাড়বে একটু।
তিনি বলেন, রিমাল রোববার সারা রাত উপকূলে তাণ্ডব চালিয়েছে। এর অগ্রভাগ রোববার দুপুরে উপকূলে আসে। মধ্যরাতে ঝড়ের কেন্দ্র উঠে আসে। এরপর ৫ থেকে ৭ ঘণ্টা সময় পুরোটা উঠে আসে। সোমবার ভোর ৬টার আগেই উপকূলে উঠে যশোর হয়ে ঢাকার দিকে এগিয়ে যায়। উপকূলে তাণ্ডব চালানোর পর সাইক্লোন থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়। বাতাস ২০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকবে। এর চেয়ে আর বাড়ার সুযোগ নাই।
আজিজুর রহমান বলেন, রিমাল প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় ও সবশেষে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে যশোর ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছিল, এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এটি মঙ্গলবারের মধ্যে আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে।
জাপানি স্যাটেলাইট দিয়ে রিমাল পর্যবেক্ষণ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ। তিনি বলেন, রিমাল বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তর পূর্ব দিকে দিয়ে পার হয়ে ঢাকা স্পর্শ করে ময়মনসিংহ হয়ে ওপরের দিকে উঠবে।
তিনি বলেন, উপকূল থেকে রিমাল চলে গেলেও বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত মেঘ চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি ও জলোচ্ছ্বাস তৈরি করবে।
এই দুর্যোগ বিশেষজ্ঞ বলেন, রিমালের প্রভাব পুরোপুরি মঙ্গলবার (২৮ মে) রাতে কাটবে।
যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সোমবার সন্ধ্যা ৬টায় মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে ক্রমশ দুর্বল হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে মঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
থেমে থেমে বৃষ্টি সঙ্গে দমকা বাতাস নিয়ে রিমাল এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার (২৭ মে) রাতেও ঢাকায় এমন ঝড় বৃষ্টি থাকবে। এ সময় বাতাসের গতিবেগ ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঢাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। যা এ বছর সর্বোচ্চ।
অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সকালে জানিয়েছিলেন, রিমালের কেন্দ্র ভাগ ৪টার পর ঢাকার দিকে আসবে। এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে। ঢাকায় আসলে বৃষ্টিপাত আর দমকা বাতাস বাড়বে একটু।
তিনি বলেন, রিমাল রোববার সারা রাত উপকূলে তাণ্ডব চালিয়েছে। এর অগ্রভাগ রোববার দুপুরে উপকূলে আসে। মধ্যরাতে ঝড়ের কেন্দ্র উঠে আসে। এরপর ৫ থেকে ৭ ঘণ্টা সময় পুরোটা উঠে আসে। সোমবার ভোর ৬টার আগেই উপকূলে উঠে যশোর হয়ে ঢাকার দিকে এগিয়ে যায়। উপকূলে তাণ্ডব চালানোর পর সাইক্লোন থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়। বাতাস ২০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকবে। এর চেয়ে আর বাড়ার সুযোগ নাই।
আজিজুর রহমান বলেন, রিমাল প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় ও সবশেষে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে যশোর ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছিল, এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এটি মঙ্গলবারের মধ্যে আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে।
জাপানি স্যাটেলাইট দিয়ে রিমাল পর্যবেক্ষণ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ। তিনি বলেন, রিমাল বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তর পূর্ব দিকে দিয়ে পার হয়ে ঢাকা স্পর্শ করে ময়মনসিংহ হয়ে ওপরের দিকে উঠবে।
তিনি বলেন, উপকূল থেকে রিমাল চলে গেলেও বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত মেঘ চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি ও জলোচ্ছ্বাস তৈরি করবে।
এই দুর্যোগ বিশেষজ্ঞ বলেন, রিমালের প্রভাব পুরোপুরি মঙ্গলবার (২৮ মে) রাতে কাটবে।
যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সোমবার সন্ধ্যা ৬টায় মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে ক্রমশ দুর্বল হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে মঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) হিসেবে সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের বার্নিহাট। এই শহরের বাসিন্দা দুই বছর বয়সী সুমাইয়া আনসারি বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগেছিল। গত মার্চে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অক্সিজেন দিতে হয়। দুই দিন তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।
১১ ঘণ্টা আগেআজ ঢাকার বাতাসে কিছুটা উন্নতি হয়েছে। গতকালের তুলনায় রাজধানী শহরের বাতাসে ক্ষতিকর ক্ষুদ্রকণার পরিমাণ সামান্য কম রেকর্ড করা হয়েছে। আজ সোমবার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১২৯, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য...
১২ ঘণ্টা আগেঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ ২০টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘলা থাকতে পারে। এসব জেলায় সকাল সকাল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৩ ঘণ্টা আগে