Ajker Patrika

মধ্যরাত থেকে কুয়াশাচ্ছন্ন রাজধানী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১১: ২২
ফাইল ছবি
ফাইল ছবি

গত কয়েক দিনে দেশের উত্তরাঞ্চলে যখন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলমান, তখন ঢাকার প্রকৃতি ছিল ঝলমলে রোদের। কুয়াশাবিহীন পরিবেশ, তাপমাত্রাও ছিল সহনশীল। আজ রাজধানী ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশে খানিকটা শীতও অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে— আজ সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আরও বলা হয়েছে— আজ ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারা দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ দিকে সারা দেশে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সেই সঙ্গে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত