Ajker Patrika

রূপগঞ্জে মাটি চুরির অভিযোগে গ্রেপ্তার ২

প্রতিনিধি, সোনারগাঁও
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪৮
রূপগঞ্জে মাটি চুরির অভিযোগে গ্রেপ্তার ২

রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার মাটি চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২০ নম্বর সেক্টরের ১১১ নম্বর রোড থেকে তাঁদের আটক করা হয়। এ সময় মাটি কাটার ভেকু ও মাটি বহনকারী ড্রামট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার আমদিয়া এলাকার আওলাদ হোসেনের ছেলে নাঈম মোল্লা, লালমাটি এলাকার আব্দুল হেকিমের ছেলে রফিকুল খান।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, ১৪ সেপ্টেম্বর (গতকাল মঙ্গলবার) পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩টি প্রকল্প উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ উপলক্ষে গত সোমবার বিকেলে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিক, প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী কৃষ্ণপদ হালদার প্রকল্প পরিদর্শনে আসেন।

এ সময় তাঁরা দেখতে পান ২০ নম্বর সেক্টরের ১১১ নম্বর রোডে ভেকু দিয়ে মাটি কেটে ড্রামট্রাক ভর্তি করে যাচ্ছে দুজন। পরে রূপগঞ্জ থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে আটক করে। এ ঘটনায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের উপসহকারী প্রকৌশলী কৃষ্ণপদ হালদার মামলা করেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত