ব্যাংকে নিয়োগের মৌখিক পরীক্ষার প্রস্তুতি

অনুলিখন: জেলি খাতুন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৮: ১৯

বাংলাদেশ ব্যাংকের এইচআর এবং ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) অধীনে বেশ কিছু মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন কাজী আছলাম হোসেন। তাঁর অভিজ্ঞতার আলোকে ব্যাংক নিয়োগের মৌখিক পরীক্ষার পরামর্শ দেওয়া হলো। 

ভাইভা কেন গুরুত্বপূর্ণ
লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর। আনুপাতিক দৃষ্টিতে মৌখিক পরীক্ষার নম্বরটা খুব কম মনে হলেও, যারা কম নম্বর পেয়ে লিখিত পরীক্ষায় পাস করেছেন তাদের জন্য ১টি নম্বরও খুব গুরুত্বপূর্ণ। তাই মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার চেষ্টা করা উচিত। আর যারা লিখিত পরীক্ষায় খুব ভালো করেছেন আপনাদের চাকরি তো এমনিতেই হবে। কিন্তু মৌখিক পরীক্ষায় বেশি নম্বর আপনার পছন্দক্রমের প্রথম ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখবে। আপনার সিরিয়াল আগে থাকলে ব্যাংকে যোগদান ও পরবর্তী সময়ে পদোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

যা পড়তে হবে
প্রথমত বাজারের যেকোনো একটি ব্যাংক ভাইভা গাইড থেকে বা ফেসবুক গ্রুপ থেকে কয়েকটি ‘রিয়েল ভাইভা এক্সপেরিয়েন্স’ দেখে নিলে ভালো হয়। 

নিজের সম্পর্কে
আপনার সম্পর্কে পাঁচ-ছয় লাইন যেখানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি, ব্যাংকে কাজ করার তীব্র আগ্রহ, নিজের শক্তিমত্তা যা ব্যাংকে কাজে লাগবে এমন বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। ভাইভা বোর্ডে Introduce yourself/ Why Banking service/ সাবজেক্টের সঙ্গে ব্যাংকের সম্পর্ক—এমন অনেক ধরনের প্রশ্ন করা হয়। অনেকেই প্রশ্নগুলো বাসায় সাজিয়ে উত্তর বানিয়ে মুখস্থ করে ভাইভা বোর্ডে যান। মনে রাখবেন, আপনি নিজের থেকে বলছেন নাকি মুখস্থ করে উত্তর দিচ্ছেন এটা বিজ্ঞ ভাইভা বোর্ডের সদস্যরা সহজেই ধরে ফেলেন। তাই এসব প্রশ্নের উত্তর করার সময় সতর্ক থাকবেন। মুখস্থ করে গেলেও সময় নিয়ে উত্তর দেবেন।

পড়াশোনার বিষয়সম্পর্কিত প্রশ্ন
সবচেয়ে ভালো করে যে প্রশ্নটার প্রস্তুতি নেবেন সেটা হলো—আপনার সাবজেক্টের সঙ্গে ব্যাংকের সম্পর্ক কী? কমার্স বা অর্থনীতির ব্যতীত অন্যান্য সব বিষয়ের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো সরাসরি সম্পর্ক না থাকে তাহলে না পেঁচিয়ে স্বীকার করে নিয়ে পরোক্ষভাবে সম্পর্কের বিষয়ে কিছু বলার চেষ্টা করুন, যা বোর্ডের কাছে সন্তোষজনক মনে হবে।

 আপনি যে সাবজেক্টে অনার্স ও মাস্টার্স করেছেন সে সাবজেক্টের খুব কমন কিছু প্রশ্ন করতে পারে। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে না পারলে বোর্ডের সদস্যরা বিষয়টাকে খুব খারাপভাবে নেবেন। তাই আপনার বিষয়ভিত্তিক খুব কমন টপিকগুলো ভালো করে পড়ে গেলে ভাইভা ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কমার্স বা অর্থনীতি বিষয়ের ছাত্র/ছাত্রীরা তাদের অনার্স ও মাস্টার্সের সাবজেক্ট থেকেই ভাইভার সবগুলো প্রশ্ন পেয়ে যেতে পারেন। 

ব্যাংকিং সম্পর্কিত প্রশ্ন
আপনি যদি কমার্স বা অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত বিষয়ের ছাত্রছাত্রী না হয়ে থাকেন, তবে আপনাকে ব্যাংকিং রিলেটেড খুব কঠিন প্রশ্ন করার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। তারপরেও বিগত বিভিন্ন ভাইভার প্রশ্ন পড়তে গিয়ে যে টার্মগুলো বারবার আসে সেগুলো অবশ্যই দেখে যাবেন। যেমন- (Monetary Policy, Financial inclusions, Bank Rate, Inflation, repo rate, reverse repo rate) মোট কতটি ব্যাংক আছে, সর্বশেষ ব্যাংক কোনটি, কোনটি কোন ধরনের ব্যাংক, Schedule, Non-Schedule Bank, Share-stock–এর পার্থক্য—এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবেই।

 যেহেতু ভাইভাবোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের DG/ED, সুতরাং বাংলাদেশ ব্যাংক সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়ে যেতে হবে। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নামগুলোও জেনে নেওয়া দরকার। বিশেষ করে সার্কভুক্ত ও আলোচিত দেশসমূহ। 

আপনার পছন্দক্রম
আপনার পছন্দক্রমে যে Bank/FI প্রথমে আছে সেটির সমন্ধে ওয়েবসাইট থেকে পুরোপুরি জেনে যাবেন। অনেক সময় পছন্দক্রমে প্রথম Bank/FI থেকে প্রশ্ন করা হয়। 
সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়, মুক্তিযুদ্ধ, আপনার শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিজ জেলার থেকেও প্রশ্ন হতে পারে। এ ক্ষেত্রে সিলেক্টিভ কিছু প্রশ্ন দেখে নেবেন। 
আমরা সবাই জানি মৌখিক পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, সুতরাং যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারে বোর্ড। মাঝেমধ্যে কিছু অপ্রাসঙ্গিক প্রশ্নও করতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। 

অবশ্যই নিচের কনসেপ্ট ক্লিয়ার হয়ে ভাইভা বোর্ডে যাবেন। এগুলো হলো– লোন প্রোভিশনিং; লোন ক্ল্যাসিফিকেশন; র‍্যাংকিং অব ফাইনান্সিং সোর্সেস (ইকুইটি কেন কস্টলিয়ার?); ব্যাংকিং জেনারেশনস; ব্যালেন্স অব পেমেন্টস (কারেন্ট অ্যাকাউন্টস, ট্রেড ডেফিসিটস); যে ব্যাংকে ভাইভা দেবেন সেটা সম্পর্কে; লেটেস্ট ইকোনমিক ফ্যাক্টর (CRR, SLR, P2P INFLATION, AVG INFLATION, BANK RATE); আর্থিক অনুপাতসমূহ; ক্যাপিটাল বাজেটিং টেকনিকস; বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রার নাম, রাজধানীর নাম এবং সে দেশের প্রধানমন্ত্রীর নাম; CRG, CIB, CAMELS RATING, BACH, RTGS, BEFTN; BIS, BASEL-III, EVM; Banking Systems (public, private, islami, scheduled, non-scheduled); এজেন্ট ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং, ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ইস্কুল ব্যাংকিং ও MFS।

কাজী আছলাম হোসেন
সহকারী পরিচালক, 
বাংলাদেশ ব্যাংক।

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত