Ajker Patrika

নানা আয়োজনে চসিকের বিজয় দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৫৬
নানা আয়োজনে চসিকের বিজয় দিবস উদ্‌যাপন

দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্যারেড ময়দানে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নানা আয়োজনে দিবসটি উদ্‌যাপন করেছে চসিক।

এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চসিক মেয়রের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিলেন সকাল সাড়ে ৭টায় টাইগারপাস এলাকায় নগর ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৮ টায় প্যারেড মাঠে চসিকের স্কুল-কলেজ ও কিন্ডার গার্টেনগুলোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সমাবেশ; সাড়ে ৮টায় পবিত্র কোরআন তিলাওয়াত,৯টায় মিনিটে প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ, ১০টায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে প্রদর্শন, ১১টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে ডিসপ্লে ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টায় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠানে অংশ নেন মেয়র। এ সময় তাঁর সঙ্গে শপথ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪ হাজার মানুষ শপথে অংশ নেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু হাসান মুরাদ বিপ্লব, মো. জাবেদ, শৈবাল দাশ সুমন, গাজী শফিউল আজিম, মো. আতাউল্লাহ চৌধুরী, নুরুল মোস্তফা টিনু; সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, ফেরদৌসী আকবর, রুমকী সেনগুপ্ত, হুরে আরা বেগম, শাহীন আক্তার রোজী, তছলিমা বেগম বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের আজকের উন্নয়ন ও অগ্রগতির পেছনে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। তিনি বেঁচে থাকলে দেশ ইতিমধ্যেই উন্নত দেশে পরিণত হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত