Ajker Patrika

দালালকে টাকা দিলে বাড়ে কাজের গতি

রাসেল আহমেদ, তেরখাদা (খুলনা)
দালালকে টাকা দিলে বাড়ে কাজের গতি

খুলনার তেরখাদা উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে মানুষ প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এখানে টাকা ছাড়া মেলে না সেবা। খাজনা, নামজারিসহ ভূমিসংক্রান্ত যেকোনো কাজে দালালদের দিতে হয় বাড়তি টাকা।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালীর সহযোগিতায় দালালেরা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস ও কৃষি ব্যাংকে আসা সেবাপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। দালাল চক্রের সঙ্গে কিছু কর্মচারীর আঁতাত রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় এ দালাল চক্র। এ চক্রের হোতা তেরখাদা ইউনিয়নের সাবেক ভূমি সহকারী কর্মকর্তাসহ দালালদের বিরুদ্ধে হয়েছে মামলা। সম্প্রতি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে।

তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোহাগ শেখ বলেন, ‘উপজেলা ভূমি অফিসে টাকা ছাড়া সেবা মেলে না। একটি নামজারির জন্য দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছি। পরে দালালদের টাকা দিয়ে নামজারির পরচা পেয়েছি।’ এমন অভিযোগ করেন উপজেলার কাটেংগা এলাকার মাসুদ শেখ ও পশ্চিমপাড়া এলাকার তোফায়েল আহমেদসহ অনেকে।

এদিকে ইউনিয়ন ভূমি অফিসে হয়রানির শিকার হয়ে উপজেলার আটলিয়ার আদমপুর গ্রামের মো. সোহেল রানা সম্প্রতি বদলি হওয়া তেরখাদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবদুল মালেকের বিরুদ্ধে মামলা করেছেন।

সদ্য বদলি হওয়া তেরখাদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মালেক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত