নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রবসন রবিনহোকে দেখা গেল, একা একাই অনুশীলন করছেন। চার্লস দিদিয়ের দলের সঙ্গে এলেও অনুশীলনে গেলেন না। অনুশীলন শেষে মিগেল দামাশিনাকে দেখা গেল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে। এমফোন উদোহর পায়ে বাঁধা মস্ত আইসব্যাগ। এএফসি কাপে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচ অথচ আগের দিন বসুন্ধরা কিংস দলটা যেন এক ভ্রাম্যমাণ হাসপাতাল!
অতীতের পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে গত সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসকে ৩-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। এএফসি কাপের প্রথম ম্যাচে সেই ধাক্কা সামলে বসুন্ধরা এখন ‘ডি’ গ্রুপের সেরা দল।
প্রথমবারের মতো এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে জয় পেতে হবে বাংলাদেশ ক্লাব চ্যাম্পিয়নদের।শেষ দুই ম্যাচের একটি আজ হবে বসুন্ধরার নিজেদের মাঠ কিংস অ্যারেনায়। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
পরের পর্বে খেলতে হলে মাজিয়ার সঙ্গে জয় পাওয়া যেমন জরুরি, একই সঙ্গে ম্যাচটা বসুন্ধরার জন্য প্রতিশোধেরও। খেলা আবার কিংস অ্যারেনায়, যেখানে এখন পর্যন্ত হারেনি স্বাগতিক বসুন্ধরা। প্রতিপক্ষ মাজিয়ার অবস্থাও নড়বড়ে, বসুন্ধরার বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও পরের তিন ম্যাচ অনেকটা হিসাবের বাইরে চলে গেছে মালদ্বীপ চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ আর দর্শক—সবকিছু মিলিয়ে ম্যাচের আগে স্বস্তিতে থাকতে চাইলেও বসুন্ধরাকে সেই স্বস্তি দিচ্ছে না দলের বিদেশির চোট।
দলের ব্রাজিলিয়ান অধিনায়ক ও প্লেমেকার রবসন যে চোট পেয়েছেন, সেটা বোঝা গেল যখন সংবাদ সম্মেলনে অধিনায়ক হয়ে এলেন মিডফিল্ডার সোহেল রানা। দলের সেরা খেলোয়াড়ের চোটের কথা জিজ্ঞেস করতেই ‘তথ্য প্রকাশ করা যাবে না’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনেরও। কোচ লুকাতে চাইলেও রবসনের একা একা অনুশীলনই বুঝিয়ে দিল, মাজিয়া ম্যাচে আর খেলা হচ্ছে না তাঁর। অনুশীলনের পর খেলতে না পারা নিয়ে নিজেও বেশ হতাশা জানিয়ে গেলেন রবসন। রবসনের সঙ্গে একই ম্যাচে চার্লস দিদিয়েরকেও পাবে না বসুন্ধরা। রবসনের যিনি বিকল্প হতে পারতেন, সেই এমফোন উদোহও চোট পেয়েছেন অনুশীলনে।
খেলোয়াড়দের চোট থাকুক কিংবা পরিস্থিতি যেমনই হোক, মাজিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুতে মনোযোগ দিতে রাজি নন ব্রুজোন। আবার জয় দিয়ে প্রতিশোধ নেওয়ার কিছু দেখছেন না বসুন্ধরার এই স্প্যানিশ কোচ, ‘আমাদের সব মনোযোগ এখন ম্যাচের দিকে। আমরা জানি, ম্যাচটা কত গুরুত্বপূর্ণ। এটা সত্যি কিংস অ্যারেনায় আমরা কোনো ম্যাচ হারিনি, তাই বলে এটা ভাগ্যের কারণে হয়নি। চোট ছাড়া আমাদের আর তেমন সমস্যা নেই। তবে দলে বাকিরা যারা আছে, তারা সেরা বলেই দলে আছে। একজন না থাকলে তার বিকল্প আমাদের আছে। কোনো চাপ নিচ্ছি না। অনেকে প্রতিশোধ নিয়ে কথা বলেছেন, এমন কোনো বিষয়ই নেই। আমরা শুধু ক্লাবের স্বার্থটাই দেখছি।’
টানা তিন ম্যাচ হারলেও কাগজে-কলমে পরের রাউন্ডের সম্ভাবনা বেঁচে আছে মাজিয়ার। এই দলটার অধিকাংশ ফুটবলার খেলেন মালদ্বীপ জাতীয় দলে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও মাজিয়া অঘটন ঘটাতে পারে কিংস অ্যারেনাতেও। ভালো করার আত্মবিশ্বাস নিয়েই আজ মাজিয়ার বিপক্ষে নামতে চান বলে জানালেন অধিনায়ক সোহেল রানা, ‘মোহনবাগানের সঙ্গে আমরা যেভাবে খেলেছি, সেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে জয় আশা করতেই পারি। ভালো করার জন্য আমরাও প্রস্তুত।’
রবসন রবিনহোকে দেখা গেল, একা একাই অনুশীলন করছেন। চার্লস দিদিয়ের দলের সঙ্গে এলেও অনুশীলনে গেলেন না। অনুশীলন শেষে মিগেল দামাশিনাকে দেখা গেল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে। এমফোন উদোহর পায়ে বাঁধা মস্ত আইসব্যাগ। এএফসি কাপে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচ অথচ আগের দিন বসুন্ধরা কিংস দলটা যেন এক ভ্রাম্যমাণ হাসপাতাল!
অতীতের পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে গত সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসকে ৩-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। এএফসি কাপের প্রথম ম্যাচে সেই ধাক্কা সামলে বসুন্ধরা এখন ‘ডি’ গ্রুপের সেরা দল।
প্রথমবারের মতো এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে জয় পেতে হবে বাংলাদেশ ক্লাব চ্যাম্পিয়নদের।শেষ দুই ম্যাচের একটি আজ হবে বসুন্ধরার নিজেদের মাঠ কিংস অ্যারেনায়। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
পরের পর্বে খেলতে হলে মাজিয়ার সঙ্গে জয় পাওয়া যেমন জরুরি, একই সঙ্গে ম্যাচটা বসুন্ধরার জন্য প্রতিশোধেরও। খেলা আবার কিংস অ্যারেনায়, যেখানে এখন পর্যন্ত হারেনি স্বাগতিক বসুন্ধরা। প্রতিপক্ষ মাজিয়ার অবস্থাও নড়বড়ে, বসুন্ধরার বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও পরের তিন ম্যাচ অনেকটা হিসাবের বাইরে চলে গেছে মালদ্বীপ চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ আর দর্শক—সবকিছু মিলিয়ে ম্যাচের আগে স্বস্তিতে থাকতে চাইলেও বসুন্ধরাকে সেই স্বস্তি দিচ্ছে না দলের বিদেশির চোট।
দলের ব্রাজিলিয়ান অধিনায়ক ও প্লেমেকার রবসন যে চোট পেয়েছেন, সেটা বোঝা গেল যখন সংবাদ সম্মেলনে অধিনায়ক হয়ে এলেন মিডফিল্ডার সোহেল রানা। দলের সেরা খেলোয়াড়ের চোটের কথা জিজ্ঞেস করতেই ‘তথ্য প্রকাশ করা যাবে না’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনেরও। কোচ লুকাতে চাইলেও রবসনের একা একা অনুশীলনই বুঝিয়ে দিল, মাজিয়া ম্যাচে আর খেলা হচ্ছে না তাঁর। অনুশীলনের পর খেলতে না পারা নিয়ে নিজেও বেশ হতাশা জানিয়ে গেলেন রবসন। রবসনের সঙ্গে একই ম্যাচে চার্লস দিদিয়েরকেও পাবে না বসুন্ধরা। রবসনের যিনি বিকল্প হতে পারতেন, সেই এমফোন উদোহও চোট পেয়েছেন অনুশীলনে।
খেলোয়াড়দের চোট থাকুক কিংবা পরিস্থিতি যেমনই হোক, মাজিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুতে মনোযোগ দিতে রাজি নন ব্রুজোন। আবার জয় দিয়ে প্রতিশোধ নেওয়ার কিছু দেখছেন না বসুন্ধরার এই স্প্যানিশ কোচ, ‘আমাদের সব মনোযোগ এখন ম্যাচের দিকে। আমরা জানি, ম্যাচটা কত গুরুত্বপূর্ণ। এটা সত্যি কিংস অ্যারেনায় আমরা কোনো ম্যাচ হারিনি, তাই বলে এটা ভাগ্যের কারণে হয়নি। চোট ছাড়া আমাদের আর তেমন সমস্যা নেই। তবে দলে বাকিরা যারা আছে, তারা সেরা বলেই দলে আছে। একজন না থাকলে তার বিকল্প আমাদের আছে। কোনো চাপ নিচ্ছি না। অনেকে প্রতিশোধ নিয়ে কথা বলেছেন, এমন কোনো বিষয়ই নেই। আমরা শুধু ক্লাবের স্বার্থটাই দেখছি।’
টানা তিন ম্যাচ হারলেও কাগজে-কলমে পরের রাউন্ডের সম্ভাবনা বেঁচে আছে মাজিয়ার। এই দলটার অধিকাংশ ফুটবলার খেলেন মালদ্বীপ জাতীয় দলে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও মাজিয়া অঘটন ঘটাতে পারে কিংস অ্যারেনাতেও। ভালো করার আত্মবিশ্বাস নিয়েই আজ মাজিয়ার বিপক্ষে নামতে চান বলে জানালেন অধিনায়ক সোহেল রানা, ‘মোহনবাগানের সঙ্গে আমরা যেভাবে খেলেছি, সেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে জয় আশা করতেই পারি। ভালো করার জন্য আমরাও প্রস্তুত।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে