Ajker Patrika

আর্জেন্টিনার পতাকার রঙে মোটরসাইকেল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আর্জেন্টিনার পতাকার রঙে মোটরসাইকেল

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনায় মেতে উঠেছেন আর্জেন্টিনা-ব্রাজিলসহ বিভিন্ন দেশের সমর্থকেরা। কেউ নিজের দলের পতাকা বানিয়ে, জার্সি গায়ে জড়িয়ে, কেউবা নিজ দলের পতাকার রঙে সাজিয়েছেন ঘরবাড়ি। এবার নিজের মোটরসাইকেলটি আর্জেন্টিনার পতাকার রং করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরের ইঞ্জিন মেকানিক আক্তার হোসেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাটে-বাজারে, রাস্তার মোড়ে মোড়ে, বাসা-বাড়ির ছাদে, গাছের ডালে ও যানবাহনে টানানো হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা। দলের সমর্থন নিয়ে হাট-বাজার, চা স্টল, রাস্তাঘাটে নিজ নিজ দলের পক্ষে যুক্তিতর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের সমর্থকেরা তাঁদের দলের পক্ষে গুণগান করছেন।

এদিকে নিজের মোটরসাইকেলকে আর্জেন্টিনার পতাকার আদলে রং করে আলোচনায় ওঠে এসেছেন আর্জেন্টিনা দলের সমর্থক আক্তার হোসেন। জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিবার বিশ্বকাপ এলেই আমি আমার প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে আমার নিজের ব্যবহারের বাইকটি আর্জেন্টিনার পতাকার রঙে সজ্জিত করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত