জাককানইবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০: ২৫
Thumbnail image

২০২০-২১ সেশনে গুচ্ছ পদ্ধতির স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফল প্রকাশিত হয়েছে। গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাডক ড. সৌমিত্র শেখর।

সংবাত সম্মেলনে জানানো হয়, জিএসটি এডমিশন রোল এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘আগামী ৫ ও ৬ জানুয়ারি থেকে সকল ইউনিটের সাক্ষাৎকার কার্যক্রম চলবে। তবে চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ৬ জানুয়ারি সকাল ১১টায় এবং সংগীত ও থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ৫ ও ৬ জানুয়ারি সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুষ্ঠিত হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক আহমেদুল বারী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুব্রত কুমার দে প্রমুখ।।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত