মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে চাল ও আটাকে ছাড়িয়ে গেছে ভুসির দাম। এক সপ্তাহের মধ্যে প্রতি বস্তা ভুসির মূল্য ১০০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বর্তমানে উপজেলা সদর বাজারে প্রতি কেজি ভুসি ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অথচ চিকন চাল প্রতি কেজি ৪৮ থেকে ৫২ টাকা এবং প্রতি কেজি আটার প্যাকেট বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
সদর বাজারের ফিড ব্যবসায়ী নুরে আলম সিদ্দিকী জানান, ভুসিসহ সব ধরনের গোখাদ্যের দাম বেড়েছে। ব্র্যান্ড ভেদে প্রতি কেজি ভুসি ৪০ টাকা থেকে ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে চাল ব্যবসায়ী বালা মিয়ার দেওয়া তথ্যমতে, প্রতি কেজি চিকন চাল ৪৮ থেকে ৫২ টাকা এবং মোটা চাল ৩৬ টাকা থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর মুদি দোকানি নুর আলম জানান, বর্তমানে প্রতি কেজি আটার প্যাকেটের জন্য ৫০ টাকা নেওয়া হচ্ছে।
গত শনিবার বিকেলে ফিড ব্যবসায়ী নুরে আলমের দোকানে গিয়ে দেখা যায় ক্রেতা নেই। তিনি বলেন, এখন বেচাকেনা কমে গেছে। ভুসি ও ফিডের দাম বেশি কিন্তু দুধের দাম কম। এ কারণে খামারিরা গোখাদ্য কিনছেন না। সারা দিনে মাত্র ২ হাজার টাকার পণ্য বিক্রি করেছেন।
এ বিষয়ে কথা হয় খামারি মোকছেদুল মন্ডলের সঙ্গে। তিনি জানান, গোখাদ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে গরু পালন করা সম্ভব হবে না। তাঁর তিনটি গাভি আছে। প্রতিদিন ৩৫০ টাকার খাদ্য খাওয়াতে হয়। সঙ্গে আরও অন্যান্য খরচ রয়েছে। বর্তমানে তিন গাভির দুধ হয় ২৫ থেকে ৩০ লিটার। প্রতি লিটার বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ভারতের গম রপ্তানি বন্ধ করার খবরে ভুসির দাম বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উপজেলার খামারিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বলেন, সরকারের দুর্বল বাজার তদারকি এবং আইনের প্রয়োগ না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অধিক মুনাফা আদায় করছেন। তিনি বাজার তদারকি জোরদার করার আহ্বান জানান।
মিঠাপুকুরে চাল ও আটাকে ছাড়িয়ে গেছে ভুসির দাম। এক সপ্তাহের মধ্যে প্রতি বস্তা ভুসির মূল্য ১০০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বর্তমানে উপজেলা সদর বাজারে প্রতি কেজি ভুসি ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অথচ চিকন চাল প্রতি কেজি ৪৮ থেকে ৫২ টাকা এবং প্রতি কেজি আটার প্যাকেট বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
সদর বাজারের ফিড ব্যবসায়ী নুরে আলম সিদ্দিকী জানান, ভুসিসহ সব ধরনের গোখাদ্যের দাম বেড়েছে। ব্র্যান্ড ভেদে প্রতি কেজি ভুসি ৪০ টাকা থেকে ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে চাল ব্যবসায়ী বালা মিয়ার দেওয়া তথ্যমতে, প্রতি কেজি চিকন চাল ৪৮ থেকে ৫২ টাকা এবং মোটা চাল ৩৬ টাকা থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর মুদি দোকানি নুর আলম জানান, বর্তমানে প্রতি কেজি আটার প্যাকেটের জন্য ৫০ টাকা নেওয়া হচ্ছে।
গত শনিবার বিকেলে ফিড ব্যবসায়ী নুরে আলমের দোকানে গিয়ে দেখা যায় ক্রেতা নেই। তিনি বলেন, এখন বেচাকেনা কমে গেছে। ভুসি ও ফিডের দাম বেশি কিন্তু দুধের দাম কম। এ কারণে খামারিরা গোখাদ্য কিনছেন না। সারা দিনে মাত্র ২ হাজার টাকার পণ্য বিক্রি করেছেন।
এ বিষয়ে কথা হয় খামারি মোকছেদুল মন্ডলের সঙ্গে। তিনি জানান, গোখাদ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে গরু পালন করা সম্ভব হবে না। তাঁর তিনটি গাভি আছে। প্রতিদিন ৩৫০ টাকার খাদ্য খাওয়াতে হয়। সঙ্গে আরও অন্যান্য খরচ রয়েছে। বর্তমানে তিন গাভির দুধ হয় ২৫ থেকে ৩০ লিটার। প্রতি লিটার বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ভারতের গম রপ্তানি বন্ধ করার খবরে ভুসির দাম বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উপজেলার খামারিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বলেন, সরকারের দুর্বল বাজার তদারকি এবং আইনের প্রয়োগ না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অধিক মুনাফা আদায় করছেন। তিনি বাজার তদারকি জোরদার করার আহ্বান জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে