Ajker Patrika

শামীম ওসমানের ভোট নিয়ে যা হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১২: ৪১
শামীম ওসমানের ভোট নিয়ে যা হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সাংসদ শামীম ওসমান ভোট দিয়েছেন শহরের ১৩ নম্বর ওয়ার্ডে। বিএনপি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই ওয়ার্ডের বাসিন্দা মেয়র পদে পরাজিত তৈমুর আলম খন্দকার ও তাঁর ভাই কাউন্সিলর পদে বিজয়ী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এই ওয়ার্ডে বাড়ি করে ভোটার হয়েছেন শামীম।

ভোটের দিন বেলা ৩টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন শামীম ওসমান। এই স্কুলে ভোটকেন্দ্র ছিল ৩টি। ওয়ার্ডের বাসিন্দাদের অবস্থানের ওপর ভিত্তি করে এই স্কুলে যথাক্রমে আদর্শ স্কুল ভোটকেন্দ্র-১, আদর্শ স্কুল ভোটকেন্দ্র-২ এবং আদর্শ স্কুল ভোটকেন্দ্র-৩ স্থাপন করা হয়। ভোটকেন্দ্র ২-এর একটি বুথে ভোট দেন শামীম ওসমান।

ভোটকেন্দ্র ৩টির ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, শামীম ওসমান যে কেন্দ্রে ভোট দিয়েছেন অর্থাৎ আদর্শ স্কুল ভোটকেন্দ্র-২, সেখানে নৌকা প্রতীক পেয়েছে ৪৯২ ভোট। বিপরীতে হাতি পেয়েছে ৩৫২ ভোট। অপরদিকে ভোটকেন্দ্র-১-এ নৌকা পেয়েছে ৩৪৭ ভোট এবং হাতি পেয়েছে ২৬৮ ভোট। ভোটকেন্দ্র-৩-এ নৌকা পেয়েছে ৩৬২ ভোট এবং হাতি পেয়েছে ৬৮০ ভোট।

আদর্শ স্কুলের তিনটি কেন্দ্র মিলিয়ে ভোট যোগ করলে দাঁড়ায় নৌকা ১ হাজার ২০১ ভোট এবং হাতি ১ হাজার ৩০০ ভোট। অর্থাৎ এই স্কুলের তিনটি কেন্দ্রের যোগফলে হাতি বিজয়ী হয়েছে। তবে শামীম যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানে নৌকা জিতেছে।

জানতে চাইলে নবনির্বাচিত মেয়র আইভী বলেন, ‘আদর্শ স্কুল তৈমুর কাকার এলাকা। সেখানে তিনি জয়ী, সেটাই স্বাভাবিক। এ বিষয়টি আমি আলাদাভাবে দেখছি না।’

উল্লেখ্য, ২০১৬ সালের সিটি নির্বাচনে সাংসদ শামীম ওসমান ১২ নম্বর ওয়ার্ডের বার একাডেমি স্কুলের কেন্দ্রে ভোট দিয়েছিলেন। সেবার প্রকাশ্যে নৌকায় ভোট দিয়ে তা গণমাধ্যমকেও দেখিয়েছিলেন তিনি। তবে ২০১৮ সালের নির্বাচনে শামীম ওসমান তাঁর ভোট এনায়েত নগর ইউনিয়নে সরিয়ে নেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি সেখানে ভোট দেন। এর পরই নিজের ভোট সিটি করপোরেশন এলাকায় সরিয়ে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত