দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনার উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকেরা। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে এই ভবনেই চলছে পড়ালেখা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০১ সালে পূর্ব আলীপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই চার কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বর্তমানে ভবনটির ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে পুরোনো মরিচা ধরা রড বের হয়ে গেছে। বিভিন্ন কক্ষের ভেতরের দেয়ালে ফাটল ধরেছে। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পানি পড়ায় দেয়ালগুলো শেওলা ধরে স্যাঁতসেঁতে হয়ে গেছে।
মাদ্রাসার পাশের সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের সময় ভবনটি কেঁপে ওঠে। এ রকম অবস্থায় ঝুঁকি নিয়ে মাদ্রাসায় শিক্ষা নিচ্ছে শিক্ষার্থীরা। অথচ ২০১৮ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা কার্যালয়। মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী নাইমা ইসলাম বলে, ‘সামনে আমাদের পরীক্ষা। তাই মাদ্রাসা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে ক্লাস করছি। সব সময় আমরা শিক্ষার্থীরা ভবনটি ধসে পড়ার আতঙ্কে থাকি। তাই পাঠদানের সময় ক্লাসের পড়ায় ভালোভাবে মনোযোগী হতে পারি না।’
নবম শ্রেণির শিক্ষার্থী মো. দাবিরুল হাসানের বাবা মো. আব্দুল মালেক হাওলাদার বলেন, ‘যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি।’ মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আব্দুস ছালাম বলেন, ‘মাদ্রাসার একটি টিন শেড ভবন ঘূর্ণিঝড় আম্পানে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে গেছে। ওই চার কক্ষের পুরোনো ভবনটি ছাড়া আর কোনো ভবন নেই আমাদের। তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিতে হচ্ছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, উপজেলা সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরা হবে। স্থানীয় সংসদ সদস্য এস এম শাহাজাদা বলেন, ওই মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চিঠি পাঠানো হবে।
দশমিনার উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকেরা। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে এই ভবনেই চলছে পড়ালেখা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০১ সালে পূর্ব আলীপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই চার কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বর্তমানে ভবনটির ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে পুরোনো মরিচা ধরা রড বের হয়ে গেছে। বিভিন্ন কক্ষের ভেতরের দেয়ালে ফাটল ধরেছে। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পানি পড়ায় দেয়ালগুলো শেওলা ধরে স্যাঁতসেঁতে হয়ে গেছে।
মাদ্রাসার পাশের সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের সময় ভবনটি কেঁপে ওঠে। এ রকম অবস্থায় ঝুঁকি নিয়ে মাদ্রাসায় শিক্ষা নিচ্ছে শিক্ষার্থীরা। অথচ ২০১৮ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা কার্যালয়। মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী নাইমা ইসলাম বলে, ‘সামনে আমাদের পরীক্ষা। তাই মাদ্রাসা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে ক্লাস করছি। সব সময় আমরা শিক্ষার্থীরা ভবনটি ধসে পড়ার আতঙ্কে থাকি। তাই পাঠদানের সময় ক্লাসের পড়ায় ভালোভাবে মনোযোগী হতে পারি না।’
নবম শ্রেণির শিক্ষার্থী মো. দাবিরুল হাসানের বাবা মো. আব্দুল মালেক হাওলাদার বলেন, ‘যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি।’ মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আব্দুস ছালাম বলেন, ‘মাদ্রাসার একটি টিন শেড ভবন ঘূর্ণিঝড় আম্পানে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে গেছে। ওই চার কক্ষের পুরোনো ভবনটি ছাড়া আর কোনো ভবন নেই আমাদের। তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিতে হচ্ছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, উপজেলা সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরা হবে। স্থানীয় সংসদ সদস্য এস এম শাহাজাদা বলেন, ওই মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চিঠি পাঠানো হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে