রাজশাহী প্রতিনিধি
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা নগরীর মেহেরচণ্ডী বউবাজার এলাকায় নির্মাণাধীন ভবনটির সামনেই এ বিক্ষোভ হয়।
এ ভবন নির্মাণ করছেন বাদল মোল্লা নামের এক ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ, ভবনের সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে রাস্তার ওপর। আর ছাদের কার্নিশ রাস্তার মধ্যে চলে আসছে। এতে ৩০টি পরিবারের চলাচলে বিঘ্ন হচ্ছে। এ নিয়ে ১৭ এপ্রিল নারগিস বেগম নামের এক নারী আরডিএ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।
এরপর ২০ এপ্রিল আরডিএর অথরাইজড অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ বাদল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেন। গত ১২ মে বাদল মোল্লাকে শুনানির জন্য হাজির হতে বলা হয়। তবে তিনি কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাননি। তাঁরা নির্মাণকাজ বন্ধও করেননি। ১২ মে শুনানির জন্য আরডিএ গিয়ে ঘুরে আসেন এলাকার বাসিন্দারা।
এরপর গতকাল বিক্ষুব্ধ এলাকাবাসী ভবনটির সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, পুরোনো ভবনের ছাদ ফুটো করে পাঁচতলা ভবনের বিম করা হচ্ছে। চরম ঝুঁকিপূর্ণভাবে এ ভবন নির্মাণ করা হচ্ছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে এলাকার মানুষের প্রাণহানি ঘটতে পারে। তা ছাড়া ভবনের ছাদের কার্নিশ রাস্তায় চলে আসায় ৩০টি পরিবারের চলাচলে সমস্যা হচ্ছে। তারা ভবনটি ভেঙে ফেলার দাবি জানায়।
এ বিষয়ে জানতে চাইলে বাদল মোল্লার ছেলে লুৎফর রহমান সম্রাট দাবি করেন, ভবন নির্মাণে নকশা লঙ্ঘন করা হচ্ছে না। আরডিএ কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কথাও হয়েছে। এলাকার কিছু মানুষ হিংসা করে এমন কর্মসূচি পালন করেছেন। আরডিএর শুনানিতে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাকরি করি। ছুটি পাইনি। তাই যেতে পারিনি।’
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা সোহাগ আলী, আব্দুল কাশেম, মো. রিপন, মো. মিলন, মো. আলাউদ্দিন, মো. নাসির, মোখলেসুর রহমান, ইউনুস আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা নগরীর মেহেরচণ্ডী বউবাজার এলাকায় নির্মাণাধীন ভবনটির সামনেই এ বিক্ষোভ হয়।
এ ভবন নির্মাণ করছেন বাদল মোল্লা নামের এক ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ, ভবনের সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে রাস্তার ওপর। আর ছাদের কার্নিশ রাস্তার মধ্যে চলে আসছে। এতে ৩০টি পরিবারের চলাচলে বিঘ্ন হচ্ছে। এ নিয়ে ১৭ এপ্রিল নারগিস বেগম নামের এক নারী আরডিএ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।
এরপর ২০ এপ্রিল আরডিএর অথরাইজড অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ বাদল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেন। গত ১২ মে বাদল মোল্লাকে শুনানির জন্য হাজির হতে বলা হয়। তবে তিনি কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাননি। তাঁরা নির্মাণকাজ বন্ধও করেননি। ১২ মে শুনানির জন্য আরডিএ গিয়ে ঘুরে আসেন এলাকার বাসিন্দারা।
এরপর গতকাল বিক্ষুব্ধ এলাকাবাসী ভবনটির সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, পুরোনো ভবনের ছাদ ফুটো করে পাঁচতলা ভবনের বিম করা হচ্ছে। চরম ঝুঁকিপূর্ণভাবে এ ভবন নির্মাণ করা হচ্ছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে এলাকার মানুষের প্রাণহানি ঘটতে পারে। তা ছাড়া ভবনের ছাদের কার্নিশ রাস্তায় চলে আসায় ৩০টি পরিবারের চলাচলে সমস্যা হচ্ছে। তারা ভবনটি ভেঙে ফেলার দাবি জানায়।
এ বিষয়ে জানতে চাইলে বাদল মোল্লার ছেলে লুৎফর রহমান সম্রাট দাবি করেন, ভবন নির্মাণে নকশা লঙ্ঘন করা হচ্ছে না। আরডিএ কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কথাও হয়েছে। এলাকার কিছু মানুষ হিংসা করে এমন কর্মসূচি পালন করেছেন। আরডিএর শুনানিতে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাকরি করি। ছুটি পাইনি। তাই যেতে পারিনি।’
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা সোহাগ আলী, আব্দুল কাশেম, মো. রিপন, মো. মিলন, মো. আলাউদ্দিন, মো. নাসির, মোখলেসুর রহমান, ইউনুস আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে