Ajker Patrika

কানাইঘাটে আ.লীগের ফরম বিতরণ শুরু

কানাইঘাট প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ২১
কানাইঘাটে আ.লীগের ফরম বিতরণ শুরু

কানাইঘাট উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় ফরম বিতরণ গতকাল সোমবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত ফরম বিতরণ করা হবে বলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা গেছে।

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, উপজেলার ৯ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এ উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য ফরম গ্রহণ করছেন।

তিনি বলেন, আগামীকাল (আজ) বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। এরপর দলের নেতা-কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল ভোটারদের ভোটে যিনি নির্বাচিত হবেন তাঁর নাম জেলায় ও কেন্দ্রে পাঠানো হবে।

ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুবুল আম্বিয়া প্রমুখ।

গতকাল সোমবার ফরম নিয়েছেন উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপিতে তমিজ উদ্দিন মেম্বার, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপিতে তোতামিয়া, দিঘীরপার পূর্ব ইউপিতে আব্দুল বাসিত, নিজাম আহমদ চৌধুরী, সাতবাঁক ইউপিতে আব্দুল মন্নান, আব্দুন নুর, বড়চতুল ইউপিতে মুবশ্বির আলী চাচাই, মো. আব্দুল্লাহ, সদর ইউপিতে আফছার আহমদ, আহমেদুল কবির মান্না, মারুফ আহমদ, দক্ষিণ বাণীগ্রাম ইউপিতে বাবুল রানা, রাজাগঞ্জ ইউপিতে বিলাল আহমদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত