নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে নির্বাচন কমিশনের (ইসি) পাস-ফেলের পরীক্ষা হিসেবে বিবেচনা করছেন না নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন সুষ্ঠু হয়েছে মানলেও সেটাকে ইসির সফলতার মানদণ্ড হিসেবে মানতে নারাজ তাঁরা। তাঁদের বিবেচনায় এ রকম একটি ছোট নির্বাচন ইসির জন্য স্রেফ একটা শিক্ষা। তবে এই নির্বাচনকে ঘিরে ইসির সক্ষমতা এবং ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে আপত্তির কথা জানিয়েছেন তাঁরা।
সব জল্পনা শেষে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত কুসিক নির্বাচন। কে হবেন গোমতীপারের নগরপিতা, এ প্রশ্নকে ছাপিয়ে নির্বাচন কেমন হবে এবং সেখানে নতুন ইসির ভূমিকা কেমন হবে—সেই আলোচনাতেই সরব ছিল গোটা দেশ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিঘ্ন ছাড়া ভালোভাবেই ভোট সম্পন্ন হয়। নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। যদিও নির্বাচনের ওই ফলাফল প্রত্যাখ্যান করেছেন সাক্কু।
কুসিক নির্বাচন প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, কুমিল্লা সিটি করপোরেশনে অতীতেও ভালো নির্বাচন হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনও ভালো হয়েছে। তবে এই নির্বাচন দিয়ে ইসির পাস-ফেল বিবেচনা করার সুযোগ নেই। কারণ, এটা একটা ছোট নির্বাচন। আর জাতীয় নির্বাচন অনেক বড় বিষয়। কাজেই এই নির্বাচন দিয়ে ইসির সফলতার পরিমাপ করার প্রশ্নই আসে না। তবে ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নির্বাচনে এর ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।
কুসিক নির্বাচনকে ইসির জন্য স্রেফ একটা ‘শিক্ষা’ হিসেবে মনে করছেন স্থানীয় শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, ইসি একটা ভালো নির্বাচন অনুষ্ঠানে চেষ্টা করেছে। তার মানে এই নয় যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হয়ে যাবে। এই নির্বাচন বর্তমান ইসির জন্য একটা শিক্ষামাত্র, যেখান থেকে অর্জিত শিক্ষা তারা পরবর্তী সময়ে কাজে লাগাতে পারে। ইভিএমে ভোট গ্রহণ প্রসঙ্গে তোফায়েল বলেন, ধীরগতির এই ইভিএম দিয়ে নির্বাচন করা সম্ভব হবে না।
নির্বাচন শেষে ভোট গ্রহণের পরিবেশ এবং ফলাফলকে ছাপিয়ে ইসির পাস-ফেলের বিচারে পুরো নির্বাচনকালীন পরিবেশ ও পারিপার্শ্বিকতাকেও বিবেচনায় এনেছেন বিশেষজ্ঞরা। সেই বিবেচনায় ইসির সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছেন তাঁরা। এ ক্ষেত্রে সামনে এসেছে ওই নির্বাচনকে ঘিরে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও ইসির মুখোমুখি অবস্থান। যেখানে একজন সংসদ সদস্যের প্রভাবের কাছে ইসির অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। এই বিষয় অমীমাংসিত থাকা ভালোভাবে নিচ্ছেন না নির্বাচন বিশ্লেষকদের অনেকে। তাঁরা বলছেন, নির্বাচনের ফলাফল কী এল, কাদের জয়-পরাজয় হলো। সেটা বড় কথা নয়। এর চেয়ে এখন জাতির জন্য বেশি জরুরি, ইসি ঠিক আছে নাকি ওই এমপি ঠিক? ওইটার একটা ফয়সালা হওয়া দরকার ছিল, যা এখনো হয়নি।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কুমিল্লার মতো ছোট একটা নির্বাচনে ইসি যদি সক্ষমতা দেখাতে না পারে, ৩০০ আসনে যখন নির্বাচন হবে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আইন অমান্য করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, সরকারি দল ও বিরোধী দল সবাই যখন সবাই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তখন এই ইসি কী করবে?
নির্বাচনে ব্যবহার করা ইভিএমকে ‘ত্রুটিপূর্ণ’ দাবি করে সুজন সম্পাদক বলেন, এই ইভিএম নিয়ে জালিয়াতির শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ, ইভিএম যে ফলাফল দেবে, সেটাই মেনে নিতে হবে। ইভিএম নিয়ে চ্যালেঞ্জ করেও কোনো লাভ হবে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে যেটা দেখা গেছে।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে নির্বাচন কমিশনের (ইসি) পাস-ফেলের পরীক্ষা হিসেবে বিবেচনা করছেন না নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন সুষ্ঠু হয়েছে মানলেও সেটাকে ইসির সফলতার মানদণ্ড হিসেবে মানতে নারাজ তাঁরা। তাঁদের বিবেচনায় এ রকম একটি ছোট নির্বাচন ইসির জন্য স্রেফ একটা শিক্ষা। তবে এই নির্বাচনকে ঘিরে ইসির সক্ষমতা এবং ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে আপত্তির কথা জানিয়েছেন তাঁরা।
সব জল্পনা শেষে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত কুসিক নির্বাচন। কে হবেন গোমতীপারের নগরপিতা, এ প্রশ্নকে ছাপিয়ে নির্বাচন কেমন হবে এবং সেখানে নতুন ইসির ভূমিকা কেমন হবে—সেই আলোচনাতেই সরব ছিল গোটা দেশ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিঘ্ন ছাড়া ভালোভাবেই ভোট সম্পন্ন হয়। নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। যদিও নির্বাচনের ওই ফলাফল প্রত্যাখ্যান করেছেন সাক্কু।
কুসিক নির্বাচন প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, কুমিল্লা সিটি করপোরেশনে অতীতেও ভালো নির্বাচন হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনও ভালো হয়েছে। তবে এই নির্বাচন দিয়ে ইসির পাস-ফেল বিবেচনা করার সুযোগ নেই। কারণ, এটা একটা ছোট নির্বাচন। আর জাতীয় নির্বাচন অনেক বড় বিষয়। কাজেই এই নির্বাচন দিয়ে ইসির সফলতার পরিমাপ করার প্রশ্নই আসে না। তবে ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নির্বাচনে এর ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।
কুসিক নির্বাচনকে ইসির জন্য স্রেফ একটা ‘শিক্ষা’ হিসেবে মনে করছেন স্থানীয় শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, ইসি একটা ভালো নির্বাচন অনুষ্ঠানে চেষ্টা করেছে। তার মানে এই নয় যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হয়ে যাবে। এই নির্বাচন বর্তমান ইসির জন্য একটা শিক্ষামাত্র, যেখান থেকে অর্জিত শিক্ষা তারা পরবর্তী সময়ে কাজে লাগাতে পারে। ইভিএমে ভোট গ্রহণ প্রসঙ্গে তোফায়েল বলেন, ধীরগতির এই ইভিএম দিয়ে নির্বাচন করা সম্ভব হবে না।
নির্বাচন শেষে ভোট গ্রহণের পরিবেশ এবং ফলাফলকে ছাপিয়ে ইসির পাস-ফেলের বিচারে পুরো নির্বাচনকালীন পরিবেশ ও পারিপার্শ্বিকতাকেও বিবেচনায় এনেছেন বিশেষজ্ঞরা। সেই বিবেচনায় ইসির সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছেন তাঁরা। এ ক্ষেত্রে সামনে এসেছে ওই নির্বাচনকে ঘিরে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও ইসির মুখোমুখি অবস্থান। যেখানে একজন সংসদ সদস্যের প্রভাবের কাছে ইসির অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। এই বিষয় অমীমাংসিত থাকা ভালোভাবে নিচ্ছেন না নির্বাচন বিশ্লেষকদের অনেকে। তাঁরা বলছেন, নির্বাচনের ফলাফল কী এল, কাদের জয়-পরাজয় হলো। সেটা বড় কথা নয়। এর চেয়ে এখন জাতির জন্য বেশি জরুরি, ইসি ঠিক আছে নাকি ওই এমপি ঠিক? ওইটার একটা ফয়সালা হওয়া দরকার ছিল, যা এখনো হয়নি।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কুমিল্লার মতো ছোট একটা নির্বাচনে ইসি যদি সক্ষমতা দেখাতে না পারে, ৩০০ আসনে যখন নির্বাচন হবে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আইন অমান্য করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, সরকারি দল ও বিরোধী দল সবাই যখন সবাই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তখন এই ইসি কী করবে?
নির্বাচনে ব্যবহার করা ইভিএমকে ‘ত্রুটিপূর্ণ’ দাবি করে সুজন সম্পাদক বলেন, এই ইভিএম নিয়ে জালিয়াতির শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ, ইভিএম যে ফলাফল দেবে, সেটাই মেনে নিতে হবে। ইভিএম নিয়ে চ্যালেঞ্জ করেও কোনো লাভ হবে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে যেটা দেখা গেছে।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে