সম্পাদকীয়
আশরাফুল হক ছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এখন চেয়ারম্যান না থাকলেও তাঁর দাপট কমেনি। তিনি তাঁর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে নানা ধরনের অপরাধ করে যাচ্ছেন। সম্প্রতি জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে আজকের পত্রিকায় রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
তিনি উপজেলা বিএনপির সভাপতি থাকাকালে ২০০০ সালে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আরও দুইবার তিনি চেয়ারম্যান হন। স্থানীয় আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক। প্রশাসন, নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সখ্য গড়ে তিনি অপকর্ম চালিয়ে যাচ্ছেন। নয়ালাভাঙ্গা ইউনিয়ন এখন সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত। তিন দশকের বেশি সময় ধরে এখানে রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটেছে অনেক। আর এসব ঘটনার নেপথ্যের কুশীলব তিনি। যাঁরাই তাঁর বিরোধীপক্ষ হয়েছেন, তাঁদের লাশ হতে হয়েছে!
বাংলাদেশে আইন ও বিচারব্যবস্থা এখনো চলমান। দেশের নানা জায়গায় এ ধরনের হত্যার ঘটনা ঘটলে প্রকৃত হত্যাকারীরা বিচারের সম্মুখীন হচ্ছে। নয়ালাভাঙ্গা ইউনিয়ন কি দেশের ব্যতিক্রম কোনো জায়গা? কেন এত দিন ধরে এখানে নানা অপরাধ-অপকর্ম হলেও প্রশাসনের চোখ পড়েনি?
কিছুদিন আগে ঝিনাইদহে সরকারদলীয় এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী আলোচনা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকার কারণে এখনো আনার হত্যার নতুন নতুন সূত্র উদ্ধার করা সম্ভব হচ্ছে। কিন্তু শিবগঞ্জ উপজেলার প্রশাসন এত দিন ধরে কি ভূমিকা পালন করছে যে সেখানে আশরাফুল আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছেন? স্থানীয় প্রশাসন তৎপর থাকলে তিনি এত বেপরোয়া হয়ে উঠতে পারতেন না। আর স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা কীভাবে তাঁকে প্রশ্রয় দিতে পারেন, সেটাও একটা বড় প্রশ্ন। তাঁদের প্রশ্রয়ের কারণে নিজ দলের নেতা-কর্মীরাই তো রেহাই পাচ্ছেন না।
আগে থেকেই আশরাফুলের বিরুদ্ধে ২১টি মামলা আছে। আর এই মামলাগুলোর মধ্যে রয়েছে ১২টি বিস্ফোরক আইনের, দুটি হত্যা, তিনটি ছিনতাই, দুটি প্রতারণা, একটি মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধের জন্য। এবারের হত্যাকাণ্ডটি মিলিয়ে মামলার সংখ্যা এখন ২২। এত অপকর্ম করার পরেও তাঁকে কখনো বিচারের সম্মুখীন হতে হয়নি। এ কারণে তিনি বেপরোয়া হয়ে একের পর এক অপরাধ করে যাচ্ছেন।
যদি আগের অপরাধে তাঁকে শাস্তি দেওয়া হতো, তাহলে তিনি এত স্পর্ধা পেতেন না। এবার আশরাফুল হক গ্রেপ্তার হয়েছেন। তবে তাঁর মূল শক্তি কোথায়, সেটা চিহ্নিত করতে হবে। শাস্তি শুধু তাঁকে নয়, নিশ্চয়ই তাঁর সহায়কদেরও পাওয়া উচিত। আমরা চাই, আশরাফুলের মতো সমাজে ত্রাস সৃষ্টিকারী অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পান। বিচারহীনতার সংস্কৃতিও যে হত্যাকাণ্ড বৃদ্ধির অন্যতম কারণ, সে কথা অস্বীকার করা যাবে না।
আশরাফুল হক ছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এখন চেয়ারম্যান না থাকলেও তাঁর দাপট কমেনি। তিনি তাঁর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে নানা ধরনের অপরাধ করে যাচ্ছেন। সম্প্রতি জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে আজকের পত্রিকায় রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
তিনি উপজেলা বিএনপির সভাপতি থাকাকালে ২০০০ সালে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আরও দুইবার তিনি চেয়ারম্যান হন। স্থানীয় আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক। প্রশাসন, নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সখ্য গড়ে তিনি অপকর্ম চালিয়ে যাচ্ছেন। নয়ালাভাঙ্গা ইউনিয়ন এখন সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত। তিন দশকের বেশি সময় ধরে এখানে রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটেছে অনেক। আর এসব ঘটনার নেপথ্যের কুশীলব তিনি। যাঁরাই তাঁর বিরোধীপক্ষ হয়েছেন, তাঁদের লাশ হতে হয়েছে!
বাংলাদেশে আইন ও বিচারব্যবস্থা এখনো চলমান। দেশের নানা জায়গায় এ ধরনের হত্যার ঘটনা ঘটলে প্রকৃত হত্যাকারীরা বিচারের সম্মুখীন হচ্ছে। নয়ালাভাঙ্গা ইউনিয়ন কি দেশের ব্যতিক্রম কোনো জায়গা? কেন এত দিন ধরে এখানে নানা অপরাধ-অপকর্ম হলেও প্রশাসনের চোখ পড়েনি?
কিছুদিন আগে ঝিনাইদহে সরকারদলীয় এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী আলোচনা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকার কারণে এখনো আনার হত্যার নতুন নতুন সূত্র উদ্ধার করা সম্ভব হচ্ছে। কিন্তু শিবগঞ্জ উপজেলার প্রশাসন এত দিন ধরে কি ভূমিকা পালন করছে যে সেখানে আশরাফুল আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছেন? স্থানীয় প্রশাসন তৎপর থাকলে তিনি এত বেপরোয়া হয়ে উঠতে পারতেন না। আর স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা কীভাবে তাঁকে প্রশ্রয় দিতে পারেন, সেটাও একটা বড় প্রশ্ন। তাঁদের প্রশ্রয়ের কারণে নিজ দলের নেতা-কর্মীরাই তো রেহাই পাচ্ছেন না।
আগে থেকেই আশরাফুলের বিরুদ্ধে ২১টি মামলা আছে। আর এই মামলাগুলোর মধ্যে রয়েছে ১২টি বিস্ফোরক আইনের, দুটি হত্যা, তিনটি ছিনতাই, দুটি প্রতারণা, একটি মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধের জন্য। এবারের হত্যাকাণ্ডটি মিলিয়ে মামলার সংখ্যা এখন ২২। এত অপকর্ম করার পরেও তাঁকে কখনো বিচারের সম্মুখীন হতে হয়নি। এ কারণে তিনি বেপরোয়া হয়ে একের পর এক অপরাধ করে যাচ্ছেন।
যদি আগের অপরাধে তাঁকে শাস্তি দেওয়া হতো, তাহলে তিনি এত স্পর্ধা পেতেন না। এবার আশরাফুল হক গ্রেপ্তার হয়েছেন। তবে তাঁর মূল শক্তি কোথায়, সেটা চিহ্নিত করতে হবে। শাস্তি শুধু তাঁকে নয়, নিশ্চয়ই তাঁর সহায়কদেরও পাওয়া উচিত। আমরা চাই, আশরাফুলের মতো সমাজে ত্রাস সৃষ্টিকারী অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পান। বিচারহীনতার সংস্কৃতিও যে হত্যাকাণ্ড বৃদ্ধির অন্যতম কারণ, সে কথা অস্বীকার করা যাবে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে