মিঠাপুকুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সহায়তা

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ০৬
Thumbnail image

মিঠাপুকুরে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। পরিবারগুলো নগদ ৪ হাজার ৫০০ টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত কিট বক্স পেয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উদ্যোগে এই সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এ সময় আলোচনা করেন সিসিডিবির প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মার্টিন হালদার, দুর্যোগবিষয়ক কর্মকর্তা জয় সরকার, কর্মসূচি সমন্বয়কারী দেবাশীষ দে ও মিঠাপুকুর উপজেলার কর্মসূচি কর্মকর্তা সুইট বার্ড গাইন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গোত্রের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারের প্রতিটিকে নগদ সাড়ে ৪ হাজার টাকা এবং স্যানিটাইজার, সাবান, ডিটারজেন্ট পাউডার, মাস্ক ও স্যাভলন দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত