কেশবপুর প্রতিনিধি
হেলিকপ্টার আসবে দুপুরে। কিন্তু সরাসরি এই হেলিকপ্টার দেখতে সকাল থেকেই উৎসুক মানুষের ভিড় শুরু হয় মাঠ ঘিরে।
শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের নারী–পুরুষ হাজির হন কেশবপুরের উপজেলার পাঁজিয়া মহাবিদ্যালয়ের মাঠে। হাজারো মানুষের এই ভিড় সামলাতে সেখানে পুলিশ পর্যন্ত মোতায়েন করতে হয়েছে। ঘটনাটি গতকাল শুক্রবারের।
জানা গেছে, রিয়াজ লিটন নামের কেশবপুরের এক পরিবেশক (ডিলার) একটি কোম্পানির পণ্য বিক্রিতে দেশের তৃতীয় স্থান অধিকার করেন। তাঁকে সম্মাননা জানানোর জন্য ঢাকায় নিয়ে যেতে এই হেলিকপ্টার পাঠানো হয়। দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টার ওই বিদ্যালয়ের মাঠে অবতরণ করে।
হেলিকপ্টার দেখতে আসা বৃদ্ধ গোলাম মোস্তফা বলেন, ‘আকাশে হেলিকপ্টার উড়তে দেখলেও স্বচক্ষে নিচে নামা কখনও দেখিনি। সকাল থেকে হেলিকপ্টার দেখতে খেলার মাঠের ঘাসের ওপর বসে আছি।’
প্রথম শ্রেণির ছাত্র মাসুদ রানা বলে, ‘বাড়িতে আমার খেলনা হেলিকপ্টার আছে। সেটা অনেক ছোট। আজ বড় হেলিকপ্টার দেখেছি।’
পণ্য বিক্রেতা তৃতীয় স্থান অধিকার করা রিয়াজ লিটন বলেন, ‘পদ্মার এপারে এবারই প্রথম কোনো ডিলার জাতীয় পর্যায়ে স্থান করে নিয়ে হেলিকপ্টারে সম্মাননা আনতে ঢাকায় যাচ্ছে। ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে যারা এই মাঠে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমারেশ কুমার সাহা বলেন, ‘নিরাপত্তার জন্য সকাল থেকেই পাঁজিয়া মহাবিদ্যালয়ের খেলার মাঠে পুলিশের একটি দল অবস্থান নেয়।’
এএসআই সুমারেশ কুমার সাহা বলেন, ‘হেলিকপ্টারটি মাঠে অবতরণ করার সঙ্গে সঙ্গে উৎসুক জনতা সেদিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় প্রতিবন্ধক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে হেলিকপ্টার দেখা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
হেলিকপ্টার আসবে দুপুরে। কিন্তু সরাসরি এই হেলিকপ্টার দেখতে সকাল থেকেই উৎসুক মানুষের ভিড় শুরু হয় মাঠ ঘিরে।
শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের নারী–পুরুষ হাজির হন কেশবপুরের উপজেলার পাঁজিয়া মহাবিদ্যালয়ের মাঠে। হাজারো মানুষের এই ভিড় সামলাতে সেখানে পুলিশ পর্যন্ত মোতায়েন করতে হয়েছে। ঘটনাটি গতকাল শুক্রবারের।
জানা গেছে, রিয়াজ লিটন নামের কেশবপুরের এক পরিবেশক (ডিলার) একটি কোম্পানির পণ্য বিক্রিতে দেশের তৃতীয় স্থান অধিকার করেন। তাঁকে সম্মাননা জানানোর জন্য ঢাকায় নিয়ে যেতে এই হেলিকপ্টার পাঠানো হয়। দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টার ওই বিদ্যালয়ের মাঠে অবতরণ করে।
হেলিকপ্টার দেখতে আসা বৃদ্ধ গোলাম মোস্তফা বলেন, ‘আকাশে হেলিকপ্টার উড়তে দেখলেও স্বচক্ষে নিচে নামা কখনও দেখিনি। সকাল থেকে হেলিকপ্টার দেখতে খেলার মাঠের ঘাসের ওপর বসে আছি।’
প্রথম শ্রেণির ছাত্র মাসুদ রানা বলে, ‘বাড়িতে আমার খেলনা হেলিকপ্টার আছে। সেটা অনেক ছোট। আজ বড় হেলিকপ্টার দেখেছি।’
পণ্য বিক্রেতা তৃতীয় স্থান অধিকার করা রিয়াজ লিটন বলেন, ‘পদ্মার এপারে এবারই প্রথম কোনো ডিলার জাতীয় পর্যায়ে স্থান করে নিয়ে হেলিকপ্টারে সম্মাননা আনতে ঢাকায় যাচ্ছে। ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে যারা এই মাঠে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমারেশ কুমার সাহা বলেন, ‘নিরাপত্তার জন্য সকাল থেকেই পাঁজিয়া মহাবিদ্যালয়ের খেলার মাঠে পুলিশের একটি দল অবস্থান নেয়।’
এএসআই সুমারেশ কুমার সাহা বলেন, ‘হেলিকপ্টারটি মাঠে অবতরণ করার সঙ্গে সঙ্গে উৎসুক জনতা সেদিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় প্রতিবন্ধক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে হেলিকপ্টার দেখা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে