Ajker Patrika

জীর্ণ সেতুতে ঠেলে গাড়ি পার

আব্দুর রশিদ, সিংড়া (নাটোর) 
জীর্ণ সেতুতে ঠেলে গাড়ি পার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম-রথবাড়ি সেতু। প্রায় ৫ বছর আগে সেতুর একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। সেই গর্তে পড়ে পণ্যসহ উল্টে যাচ্ছে যানবাহন। প্রায় ঘটছে এমন দুর্ঘটনা। এ ছাড়া সেতুটি দীর্ঘদিন সংস্কার না করায় এর দুপাশের সংযোগ সড়কের মাটি উঠে গেছে। যানবাহন পার করতে হচ্ছে ঠেলে। এ কারণে জনসাধারণকে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, দেশ স্বাধীনের পর এই রথবাড়ি সেতু নির্মিত হয়। এরপর সেতুটি আর সংস্কার করা হয়নি। এই সেতু দিয়ে চৌগ্রাম, রথবাড়ি, মাড়িয়াপাড়া, তেরবাড়িয়া, ফটিকাহারসহ প্রায় ১২ গ্রামের মানুষ চলাচল করে। একই সঙ্গে চৌগ্রাম প্রাথমিক বিদ্যালয়, চৌগ্রাম উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। তা ছাড়া চলনবিলের কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে সেতুটি গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন এটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় থাকার পরও দেখার যেন কেউ নেই।

চৌগ্রাম উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, প্রতিনিয়ত সেতুর ভাঙা অংশে দুর্ঘটনা ঘটে। অনেক যানবাহন এখানে উল্টে পড়ে যায়। এতে অনেকেই আহত হয়েছেন। অটোভ্যানচালক দুলাল হোসেন বলেন, ভ্যানে থাকা যাত্রীদের নিয়ে সেতুতে ওঠা যায় না। যাত্রীদের নামিয়ে ঠেলা দিয়ে ভ্যান পার করতে হয়। এমনকি মালামাল বহন করার সময় তিন কিলোমিটার ঘুরে যেতে হয়।

এ সেতুতে দুর্ঘটনার শিকার ভ্যানচালক ফটিক বলেন, মালবোঝাই ভ্যান নিয়ে সেতুতে উঠতে গিয়ে গর্তে চাকা পড়ে উল্টে যায় ভ্যান। এ সময় গাড়িতে থাকা সার পড়ে যায়। এমনটি ভ্যানের চাকাও বাঁকা হয়ে যায়। এতে গাড়ি মেরামত করতে অনেক টাকা লেগেছে।

চৌগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মামুন হোসেন বলে, সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই ভয় নিয়ে সাইকেল চালিয়ে প্রতিনিয়ত এখান দিয়ে চলাচল করতে হয়।

এ বিষয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, রথবাড়ি সেতু দিয়ে অনেক দিন ধরে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিষয়টি তিনি উপজেলা প্রকৌশলীকে অনেকবার জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক বলেন, তিনি নতুন যোগদান করেছেন। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত