দাউদকান্দি মুক্ত দিবস উদ্‌যাপন

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০৬: ০০
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৭

দাউদকান্দি মুক্ত দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়। ১৯৭১ সালে ৯ ডিসেম্বরের দাউদকান্দি হানাদার মুক্ত হয়েছিল।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু বের হয়ে আশপাশের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। পরে দাউদকান্দি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সভা হয়।

এতে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা। সভায় মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, কামাল হোসেন, লিয়াকত আলী খান, আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত