পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর মাঝখানে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। এ খুঁটির তারের মাধ্যমে ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়। পানির স্রোতে যেকোনো সময় খুঁটিটি পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় হিলি সীমান্ত অতিক্রম করে উপজেলার চেচঁড়া দিয়ে শাখা যমুনা নদীটি বাগজানার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাগজানা থেকে শালুয়ার মাঠে গভীর নলকূপে বিদ্যুৎ সরবরাহ করতে ১৯৮০ সালের দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক লাইনটি স্থাপন করে। নদীর উভয় পাড়ে খুঁটি স্থাপন করা হয়। কিন্তু বর্ষাকালে পানির প্রবল স্রোতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিদ্যুতের একটি খুঁটি নদীর মাঝখানে চলে যায়।
বাগজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিদ্যুতের খুঁটিটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।’
নদী পাড়ের রতনপুর এলাকার কেরামত বলেন, ‘আতঙ্কের মধ্যেই আমরা নৌকাযোগে নদী পার হই।’ খুঁটিটি অন্যত্র স্থানান্তরে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।
এ বিষয়ে কথা হলে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল বারী আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন তদন্ত সাপেক্ষে জনস্বার্থে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তর করা হবে।’
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর মাঝখানে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। এ খুঁটির তারের মাধ্যমে ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়। পানির স্রোতে যেকোনো সময় খুঁটিটি পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় হিলি সীমান্ত অতিক্রম করে উপজেলার চেচঁড়া দিয়ে শাখা যমুনা নদীটি বাগজানার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাগজানা থেকে শালুয়ার মাঠে গভীর নলকূপে বিদ্যুৎ সরবরাহ করতে ১৯৮০ সালের দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক লাইনটি স্থাপন করে। নদীর উভয় পাড়ে খুঁটি স্থাপন করা হয়। কিন্তু বর্ষাকালে পানির প্রবল স্রোতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিদ্যুতের একটি খুঁটি নদীর মাঝখানে চলে যায়।
বাগজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিদ্যুতের খুঁটিটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।’
নদী পাড়ের রতনপুর এলাকার কেরামত বলেন, ‘আতঙ্কের মধ্যেই আমরা নৌকাযোগে নদী পার হই।’ খুঁটিটি অন্যত্র স্থানান্তরে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।
এ বিষয়ে কথা হলে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল বারী আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন তদন্ত সাপেক্ষে জনস্বার্থে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তর করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে