Ajker Patrika

রংপুর-৫: বাবার আসন ধরে রাখতে পারলেন না রাশেক

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
রংপুর-৫: বাবার আসন ধরে রাখতে পারলেন না রাশেক

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের বদলে তাঁর ছেলে রাশেক রহমান এবার নৌকা পেয়েছিলেন। কিন্তু তিনি তা ধরে রাখতে পারলেন না। এখানে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা জাকির হোসেন সরকার।

জাকির উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন। তিনি গত রোববারের ভোটে ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেক পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য জানিয়েছেন।

এবারের নির্বাচনে রংপুর-৫ আসনে মোট আটজন প্রার্থী অংশ নেন। ৪ লাখ ৪০ হাজার ৩৩৫ জন ভোটারের মধ্যে ১৫০টি কেন্দ্রে ভোট দেন ২ লাখ ৩৩৭ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ৫৬৪ ভোট। নির্বাচনে অংশ গ্রহণ করা ছয় প্রার্থী জামানত হারিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত