Ajker Patrika

পা পিছলে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৩৯
পা পিছলে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বৃষ্টির মধ্যে দোকানে যাওয়ার উদ্দেশে উঠানের কাঁদায় মোটরসাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মনিরুল ইসলাম মণি (৪০) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মনিরুল একই এলাকার মৃত রজব আলী ফকিরের ছেলে ও গয়ড়া কলেজ মোড়ের একজন মুদি ব্যবসায়ী ৷

নিহতের চাচা ইদ্রিস আলী জানান, বেলা বাড়লে মুদি দোকানে যাওয়ার জন্য মনিরুল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হতেই উঠানের কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে পড়ে যান। উঠানে থাকা হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে থাকা বাঁশের হাত ওপর পড়লে তিনি জ্ঞান হারান। পরে তাঁকে উদ্ধার করে পাশের রমজান ডাক্তারের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মর্জিনা বেগম বলেন, ‘পরিবারের আয়ের একমাত্র ব্যক্তিকে হারিয়ে দুই শিশুর ভরণপোষণ ও লেখাপড়ার খরচ কীভাবে চালাব জানি না।’

কলারোয়া থানার কর্তব্যরত ইমারজেন্সি ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর (এসআই) মফিজুল ইসলাম জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি তবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত