খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
নতুন করে ঘর বেঁধেছেন ন্যান্সি। বিয়ের বয়স সাত মাস। মা হতে চলেছেন। এই পরিস্থিতিতে সাংসারিক কিছু জটিলতার ভেতর দিয়ে যেতে হচ্ছিল গায়িকা ন্যান্সিকে। হাঁপিয়েই উঠেছিলেন। সব কথা, সব অভিমান, টানাপোড়েন—জড়ো করে পোস্ট করেছিলেন ফেসবুকে। তারপর দুই দিন ধরে অনেক তোলপাড় হয়ে গেছে অনলাইনে। রটেছে, ‘ন্যান্সির এ সংসারটাও ভাঙল বলে!’ এ রকম হাজারটা হেডলাইন ঘুরেছে দুই দিন ধরে, সোশ্যাল মিডিয়ায়। বুলিংয়ের বাঁকা তির হজম করে পরের দৃশ্যেই জীবনসঙ্গী মেহেদী মহসিনকে নিয়ে হানিমুনে ন্যান্সি। ডেসটিনেশন—কক্সবাজার। ‘হানিকে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে’। ততক্ষণে আলোচিত পোস্টটি ‘অনলি মি’র হিডেন বাক্সে চালান করে দিয়েছেন গায়িকা।
শনিবার রাতে, রিসোর্টের এক টুকরো বারান্দায়, মুছতে চাওয়া প্রসঙ্গটি আবারও ফেরত আসে। এবার ন্যান্সির কণ্ঠ ভীষণ সোজাসাপটা, অনেকটা আত্মোপলব্ধির সুরেই জানালেন, ‘বোকামি’টা নাকি তাঁরই। সব কথা পাবলিক করে দেওয়ার মানে নেই। তাতে জটিলতা বাড়ে। সোশ্যাল মিডিয়ায় সাবধানতা খুব জরুরি শব্দ। সেটাই এখন থেকে মাথায় রাখবেন ন্যান্সি।
ন্যান্সি বলেন, ‘জীবনটাকে কীভাবে দেখছি সেটা একান্তই আমার ভাবনা। আর দশজনের সঙ্গে মিলবে না। সেটা সবার সঙ্গে শেয়ার করতে যাওয়া মানে নিজের ওপর চাপ নেওয়া। নিজের ব্যক্তিগত এসব কথা হয়তো আমি ডায়েরিতে লিখতে পারি, বই আকারে লিখে রেখে যেতে পারি, কিন্তু ফেসবুকে অবশ্যই না। ফেসবুক তো আমার বাসার ড্রয়িংরুম নয়।’
ন্যান্সির এই আত্মোপলব্ধির পেছনে জীবনসঙ্গী মেহেদী মহসিনের অবদান অনেক। শনিবার রাতে যখন বিষয়টি নিয়ে কথা বলছিলেন গায়িকা, পাশে মেহেদীও ছিলেন।
অনেক কিছু নিয়ে আক্ষেপ ন্যান্সির, কেন মানুষ সুযোগ পেলেই বাক্যবাণ নিয়ে হামলে পড়ে? ন্যান্সির এমন অনেক কৌতূহল আর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মেহেদী। যার সার কথা, বাঁচতে হবে নিজের মতো। এসব বিতর্ক শুধু বিরক্তিই উৎপাদন করবে। কাজে বাধা দেবে। দিন শেষে কাজটাই আসল। এসব নিয়ে মাথা না ঘামিয়ে ন্যান্সি বরং কাজটাই মন দিয়ে করে যেতে চান। বিতর্ক দিয়ে নয়, গানের খবর দিয়েই থাকতে চান আলোচনায়। তাই আলাপের শেষে জানিয়ে দিলেন নতুন গানের খবর।
ঈদে ন্যান্সির তিনটি গান আসছে—অনুপম মিউজিকের ব্যানারে আসবে ‘এই হৃদয়ের সাদা কাগজে’। কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপার গাওয়া ‘কুখ্যাত খুনী’ সিনেমার গানটি নতুন করে গেয়েছেন ন্যান্সি। কুমার বিশ্বজিৎও আছেন সঙ্গে। এপ্রিলের শেষ দিকে প্রকাশ পাবে। সিডি চয়েস থেকে আসবে ‘পোড়ামন’। আর সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ‘পরী’।
নতুন করে ঘর বেঁধেছেন ন্যান্সি। বিয়ের বয়স সাত মাস। মা হতে চলেছেন। এই পরিস্থিতিতে সাংসারিক কিছু জটিলতার ভেতর দিয়ে যেতে হচ্ছিল গায়িকা ন্যান্সিকে। হাঁপিয়েই উঠেছিলেন। সব কথা, সব অভিমান, টানাপোড়েন—জড়ো করে পোস্ট করেছিলেন ফেসবুকে। তারপর দুই দিন ধরে অনেক তোলপাড় হয়ে গেছে অনলাইনে। রটেছে, ‘ন্যান্সির এ সংসারটাও ভাঙল বলে!’ এ রকম হাজারটা হেডলাইন ঘুরেছে দুই দিন ধরে, সোশ্যাল মিডিয়ায়। বুলিংয়ের বাঁকা তির হজম করে পরের দৃশ্যেই জীবনসঙ্গী মেহেদী মহসিনকে নিয়ে হানিমুনে ন্যান্সি। ডেসটিনেশন—কক্সবাজার। ‘হানিকে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে’। ততক্ষণে আলোচিত পোস্টটি ‘অনলি মি’র হিডেন বাক্সে চালান করে দিয়েছেন গায়িকা।
শনিবার রাতে, রিসোর্টের এক টুকরো বারান্দায়, মুছতে চাওয়া প্রসঙ্গটি আবারও ফেরত আসে। এবার ন্যান্সির কণ্ঠ ভীষণ সোজাসাপটা, অনেকটা আত্মোপলব্ধির সুরেই জানালেন, ‘বোকামি’টা নাকি তাঁরই। সব কথা পাবলিক করে দেওয়ার মানে নেই। তাতে জটিলতা বাড়ে। সোশ্যাল মিডিয়ায় সাবধানতা খুব জরুরি শব্দ। সেটাই এখন থেকে মাথায় রাখবেন ন্যান্সি।
ন্যান্সি বলেন, ‘জীবনটাকে কীভাবে দেখছি সেটা একান্তই আমার ভাবনা। আর দশজনের সঙ্গে মিলবে না। সেটা সবার সঙ্গে শেয়ার করতে যাওয়া মানে নিজের ওপর চাপ নেওয়া। নিজের ব্যক্তিগত এসব কথা হয়তো আমি ডায়েরিতে লিখতে পারি, বই আকারে লিখে রেখে যেতে পারি, কিন্তু ফেসবুকে অবশ্যই না। ফেসবুক তো আমার বাসার ড্রয়িংরুম নয়।’
ন্যান্সির এই আত্মোপলব্ধির পেছনে জীবনসঙ্গী মেহেদী মহসিনের অবদান অনেক। শনিবার রাতে যখন বিষয়টি নিয়ে কথা বলছিলেন গায়িকা, পাশে মেহেদীও ছিলেন।
অনেক কিছু নিয়ে আক্ষেপ ন্যান্সির, কেন মানুষ সুযোগ পেলেই বাক্যবাণ নিয়ে হামলে পড়ে? ন্যান্সির এমন অনেক কৌতূহল আর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মেহেদী। যার সার কথা, বাঁচতে হবে নিজের মতো। এসব বিতর্ক শুধু বিরক্তিই উৎপাদন করবে। কাজে বাধা দেবে। দিন শেষে কাজটাই আসল। এসব নিয়ে মাথা না ঘামিয়ে ন্যান্সি বরং কাজটাই মন দিয়ে করে যেতে চান। বিতর্ক দিয়ে নয়, গানের খবর দিয়েই থাকতে চান আলোচনায়। তাই আলাপের শেষে জানিয়ে দিলেন নতুন গানের খবর।
ঈদে ন্যান্সির তিনটি গান আসছে—অনুপম মিউজিকের ব্যানারে আসবে ‘এই হৃদয়ের সাদা কাগজে’। কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপার গাওয়া ‘কুখ্যাত খুনী’ সিনেমার গানটি নতুন করে গেয়েছেন ন্যান্সি। কুমার বিশ্বজিৎও আছেন সঙ্গে। এপ্রিলের শেষ দিকে প্রকাশ পাবে। সিডি চয়েস থেকে আসবে ‘পোড়ামন’। আর সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ‘পরী’।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪