Ajker Patrika

নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৫: ৫৫
নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

পঞ্চগড়ের আটোয়ারীতে বিউটি রানী নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামে নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে।

বিউটি রানী (২০) উপজেলার জুগিকাটা গ্রামের উজ্জলের স্ত্রী। তিনি একই উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানি গ্রামের জতিসের মেয়ে। লাশ উদ্ধারের ঘটনার পর থেকে স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানা-পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিউটির লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, বিউটিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

বিউটির বাবা জতিস জানান, ১১ মাস আগে পারিবারিকভাবে উজ্জলের সঙ্গে বিউটির বিয়ে হয়। এর মাঝে বিউটি বাবার বাড়িতে জানায় উজ্জল বিয়ের পর একই এলাকায় একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে স্বামীকে একাধিকবার বাধা দিলে তাঁদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয়। পরকীয়া সম্পর্কের কারণে তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জতিস দাবি করেন।

আটোয়ারী থানার ওসি সোহেল রানা ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত