বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকায় মোশাররফ করিম যখন জীবিকার সন্ধান করছিলেন, তখন কাজ জোটে শিক্ষকতার। একটি কোচিং সেন্টারে পড়ানো শুরু করেন। পাশাপাশি চলে থিয়েটারচর্চা। মোশাররফ যেখানে পড়াতেন, সেখানকার শিক্ষার্থী ছিলেন রোবেনা রেজা জুঁই। পড়তে পড়তে এবং পড়াতে পড়াতে কখন যে মন দেওয়া-নেওয়াটাও হয়ে গেল দুজনের, টের পেলেন বেশ কিছুদিন পর।
২০০০ সালের ৩ আগস্ট সিদ্ধান্ত নিলেন বাকি জীবনের পথটা একসঙ্গে চলার। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করলেন। অল্প অল্প করে সাজিয়ে তুললেন নিজেদের স্বপ্নের সংসার। সেই হিসাবে আজ সংসারজীবনের ২০ বছরে পা দিলেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি।
মোশাররফ করিম যখন অভিনয়ে নিজেকে প্রমাণ করছেন, জুঁই তখন শক্ত হাতে সংসার সামলাচ্ছেন। মোশাররফ যখন পর্দার পরিচিত মুখ, জুঁইও আসলেন অভিনয়ে। প্রমাণ করলেন নিজেকে। দেশের অভিনয়জগতে আজ তাঁরা দুজনেই পরিচিত মুখ।
মোশাররফ করিম বলেন, ‘১৯টি বছর সুখে-দুঃখে একসঙ্গে পার করেছি আমরা। তবে কতটা সুখে, কতটা দুঃখে অতিবাহিত করেছি, সেই হিসাব-নিকাশ কখনো করিনি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা ভালো আছি, সুখে আছি—এটাই সবচেয়ে বড় কথা।’
জুঁই বলেন, ‘সবার কাছে আমাদের জন্য, আমাদের একমাত্র সন্তানের জন্য দোয়া চাই, যেন ভবিষ্যতেও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর দর্শকদের ভালো গল্পের ভালো নাটক উপহার দিতে পারি।’
দুই বাংলাতেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম। দেশে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা। ফজলুল কবীর তুহিন পরিচালিত এই সিনেমায় মোশাররফের সঙ্গে জুটি বেঁধেছেন পার্ণো মিত্র। অন্যদিকে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘হুব্বা’। বানিয়েছেন ব্রাত্য বসু।
এতে পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এ ছাড়া ওটিটি এবং নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা। অন্যদিকে, নাটকে নিয়মিত কাজ করছেন জুঁই। সম্প্রতি তাঁর অভিনীত ‘কপালের লিখন’ ও ‘বড় বোন’ নাটক দুটি প্রশংসিত হয়েছে।
ঢাকায় মোশাররফ করিম যখন জীবিকার সন্ধান করছিলেন, তখন কাজ জোটে শিক্ষকতার। একটি কোচিং সেন্টারে পড়ানো শুরু করেন। পাশাপাশি চলে থিয়েটারচর্চা। মোশাররফ যেখানে পড়াতেন, সেখানকার শিক্ষার্থী ছিলেন রোবেনা রেজা জুঁই। পড়তে পড়তে এবং পড়াতে পড়াতে কখন যে মন দেওয়া-নেওয়াটাও হয়ে গেল দুজনের, টের পেলেন বেশ কিছুদিন পর।
২০০০ সালের ৩ আগস্ট সিদ্ধান্ত নিলেন বাকি জীবনের পথটা একসঙ্গে চলার। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করলেন। অল্প অল্প করে সাজিয়ে তুললেন নিজেদের স্বপ্নের সংসার। সেই হিসাবে আজ সংসারজীবনের ২০ বছরে পা দিলেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি।
মোশাররফ করিম যখন অভিনয়ে নিজেকে প্রমাণ করছেন, জুঁই তখন শক্ত হাতে সংসার সামলাচ্ছেন। মোশাররফ যখন পর্দার পরিচিত মুখ, জুঁইও আসলেন অভিনয়ে। প্রমাণ করলেন নিজেকে। দেশের অভিনয়জগতে আজ তাঁরা দুজনেই পরিচিত মুখ।
মোশাররফ করিম বলেন, ‘১৯টি বছর সুখে-দুঃখে একসঙ্গে পার করেছি আমরা। তবে কতটা সুখে, কতটা দুঃখে অতিবাহিত করেছি, সেই হিসাব-নিকাশ কখনো করিনি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা ভালো আছি, সুখে আছি—এটাই সবচেয়ে বড় কথা।’
জুঁই বলেন, ‘সবার কাছে আমাদের জন্য, আমাদের একমাত্র সন্তানের জন্য দোয়া চাই, যেন ভবিষ্যতেও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর দর্শকদের ভালো গল্পের ভালো নাটক উপহার দিতে পারি।’
দুই বাংলাতেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম। দেশে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা। ফজলুল কবীর তুহিন পরিচালিত এই সিনেমায় মোশাররফের সঙ্গে জুটি বেঁধেছেন পার্ণো মিত্র। অন্যদিকে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘হুব্বা’। বানিয়েছেন ব্রাত্য বসু।
এতে পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এ ছাড়া ওটিটি এবং নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা। অন্যদিকে, নাটকে নিয়মিত কাজ করছেন জুঁই। সম্প্রতি তাঁর অভিনীত ‘কপালের লিখন’ ও ‘বড় বোন’ নাটক দুটি প্রশংসিত হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে