৫ম শ্রেণির ছাত্রীকে বিয়ে দিলেন বাবা-মা

বন্দর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ২৭
Thumbnail image

বন্দরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) বাল্যবিবাহ দিয়েছেন তার বাবা-মা। গত রোববার উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই বাবা-মা বাড়িতে থাকছেন না।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ঘারমোড়া কোনাবাড়ি এলাকার আমির হামজার মেয়ে ও ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত রোববার উপজেলার এনায়েত নগর এলাকার প্রবাসী এক পাত্রের সঙ্গে তার বিয়ে হয়েছে। একই উপজেলার সোনাকান্দা এলাকার কাজী মাসুম এ বিয়ে পড়িয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নিজ বাড়ি ছেড়ে স্বজনদের বাড়িতে অবস্থান করছে ওই কিশোরীর পুরো পরিবার। বিয়ে পড়ানো কাজী মাসুমও নিজের মোবাইল ফোন নম্বর বন্ধ রেখে আত্মগোপনে চলে গেছেন।

স্থানীয় মুদি দোকানি সোহাগ বলেন, ‘মেয়েটি করোনাকালে বাসাতেই থাকত। স্কুল খোলার পরেও নাকি সে পড়াশোনায় আগ্রহী ছিল না। এই কারণে তার বাবা-মা বিয়ে দিয়ে দেয়।’

ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুর জাহান বেগম বলেন, ‘স্কুল বন্ধ থাকায় আমরা শিক্ষার্থীদের খবর নিতে পারছি না। বর্তমানে অভিভাবকেরা বাল্যবিবাহের ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন করছেন নোটারি পাবলিকের মাধ্যমে। আমি জানতে পেরেছি তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে ও হুজুর ডেকে এই বিয়ে সম্পন্ন করেছেন।’

কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর স্থানীয় ইউপি সদস্য হাবিব বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত