আনোয়ার হোসেন, মনিরামপুর ও রবিউল ইসলাম, অভয়নগর
যশোরের মনিরামপুর ও অভয়নগরে বোরো ধান পাকার আগমুহূর্তে নানা রোগে আক্রান্ত হচ্ছে। সবেমাত্র শিষ বেরিয়েছে, এমন খেতে ব্লাস্টের আক্রমণে ধানের রং পরিবর্তন হয়ে চিটা হয়ে যাচ্ছে। এ রোগে আক্রান্ত খেতে কাঁচা ধান দূর থেকে দেখতে পাকা মনে হচ্ছে। নানা কীটনাশক ছিটিয়েও কৃষকেরা কোনো উপকার পাচ্ছেন না। প্রয়োজনীয় পরামর্শও মিলছে না কৃষি কর্মকর্তাদের কাছ থেকে। ফলে হতাশায় ভুগছেন কৃষকেরা।
মনিরামপুর: উপজেলার মামুদকাটি গ্রামের ভ্যানচালক মোতালেব জমাদ্দার ভুট্ট ইজারা নিয়ে এবার চার বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তাঁর প্রায় দুই বিঘা জমিতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। টেংরামারী বিলে ১৮ কাঠার খেতের মধ্যে ১৫ কাঠার ধানে ব্লাস্টের আক্রমণে শেষ হয়ে গেছে। বাকি ২৪ কাঠা আক্রান্ত হয়েছে পাশের মাঠে।
মোতালেব জমাদ্দার বলেন, ‘চার বিঘা ধানের জমির মধ্যে দুই বিঘায় রোগ লেগেছে। ধান গাছের মাঝখান কালো হয়ে শিষ শুকিয়ে যাচ্ছে। সকাল-বিকেল বারবার স্প্রে করতিছি। কোনো কাজ হচ্ছে না। টেংরামারী মাঠের ১৫ কাঠা একে বারে শেষ হয়ে গেছে। খেতে কাঁচি নেওয়া লাগবে না মনে হচ্ছে।’
মোতালেব জমাদ্দার বলেন, ‘কৃষি অফিস থেকে বোরোর বীজ আর সার দিছিল। সে বীজ দিয়ে বীজতলা তৈরি করে পরে রোপণ করিছি। অফিসের বীজের খেত এটি। কোনো জাতের বীজ, তা বোঝা যাচ্ছে না।’
এ কৃষক বলেন, ‘কৃষি অফিসের কাউকে কোনো সময় দেখি না। ওষুধের দোকানে গিয়ে বললে, যে বিষ দেয় তা আইনে ছিটাচ্ছি। কোনো কাজ হচ্ছে না।’
মনিরামপুর কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। আগের মৌসুমগুলোতে ধানের বাজার দর ভালো যাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার বেশি বোরো আবাদ হয়েছে। উপজেলাজুড়ে সব মাঠে বাতাশে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। এর মধ্যে মাজরা, ব্লাস্ট ও ইঁদুরের উৎপাতে হতাশ কয়ে পড়েছেন কৃষকেরা। উপজেলার সব মাঠে কম বেশি খেত এসব রোগে আক্রান্ত হচ্ছে।
রঘুনাথপুর মাঠের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘ধান পাক ধরেছে। গত বৃহস্পতিবার গিয়ে দেখি দুই বিঘা জমিতে ব্লাস্ট দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে ১ হাজার ২০০ টাকার বিষ কিনেছি ছিটানোর জন্য। কোনো সময় কৃষি অফিসের লোকজনের দেখা আমরা পাই না। ধানে রোগ হলে নিজেদের মতো করে কীটনাশক দিই।’
ওই মাঠের কৃষক জাকির হোসেন বলেন, ‘মাঠের প্রায় সব ধান খেতে টুকটাক রোগ দেখা দিয়েছে।’
খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘খবর পেয়েছি, টেংরামারী বিলের কয়েকটি ধানখেতে ব্লাস্ট দেখা দিয়েছে। আমরা কৃষকদের টুপার নামক এক ধরনের কীটনাশক ছিটাতে বলেছি।’
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘ধানগাছ থাকলে, রোগও থাকবে। এবার বিভিন্ন মাঠে বিচ্ছিন্নভাবে হালকা কিছু ব্লাস্ট দেখা দিয়েছে।’
আবুল হাসান বলেন, ‘টেংরামারী বিলে গত বোরো মৌসুমেও ব্লাস্ট দেখা দিয়েছিল। আমি নিজে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে এসেছি। যেকোনো প্রয়োজনে তাঁদের অফিসে যোগাযোগ করতে বলেছি, কিন্তু কৃষকেরা অফিসে আসেন না।’
অভয়নগর: অভয়নগরে বোরো ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কৃষি বিভাগের উদাসীনতাকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩ হাজার ১০০ হেক্টর জমির মধ্যে চলতি বোরো মৌসুমে ১২ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ হয়েছে। জলাবদ্ধতার কারণে ৯০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়নি। বাঘুটিয়া ও পায়রা ইউনিয়নে আবাদকৃত জমির মধ্যে আনুমানিক ১৩ হেক্টর জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৩৪০ মেট্রিক টন।
সরেজমিনে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বুড়বুড়ি বিল, ধান গড়ার মাঠ, নাতকোয়ার বিলে গিয়ে দেখা গেছে, অধিকাংশ ধানের শিষ সাদা হয়ে চিটায় পরিণত হয়েছে। ধানগাছগুলো মরে যাচ্ছে। বিশেষ করে বিরি-২৮ জাতের ধান ব্লাস্ট রোগ আক্রান্ত হয়েছে বেশি। ওই বিলের কৃষক রবিউল ইসলামের ৬০ শতাংশ, রফিক মোড়লের ১০ কাঠা, মহিরউদ্দিনের ১৮ কাঠা জমির ধান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষক আজিজুর রহমান বলেন, ‘ধান রোপণের পর থেকে একদিনও কৃষি অফিসের ব্লক সুপারভাইজার বিলে আসেননি।’
একই অভিযোগ কৃষক রফিক মোড়ল, ইউনুস মোল্যা, প্রদীপ কুমার পাল, কাওছার শেখসহ একাধিক কৃষকের।
কৃষক পরিতোষ কুমার পাল জানান, এক মাস আগে ধানগাছে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিলে তিনি কৃষি অফিসকে জানান। কৃষি অফিসের কর্মকর্তারা আক্রান্ত ধানগাছ তুলে কৃষি অফিসে নিয়ে আসতে বলেন। সে মোতাবেক তিনি আক্রান্ত ধানগাছ গোড়াসহ কৃষি অফিসে নিয়ে আসলে শুধু পরামর্শ পান, কিন্তু প্রতিকার পাননি।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বোরো মৌসুমের শুরু থেকে কৃষকদের ব্লাস্ট রোগ ও প্রতিকার বিষয়ে পরামর্শ দিয়ে আসছি। ধান রোপণের পর থেকে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন ইউনিয়নে কৃষকদের পরামর্শ প্রদান চলমান রয়েছে। বাঘুটিয়া ও পায়রা ইউনিয়নে ব্লাস্ট রোগ আক্রান্ত ১৩ হেক্টর জমির মধ্যে প্রায় ৭ হেক্টর জমির ধান রিকভারি করা হয়েছে।’
যশোরের মনিরামপুর ও অভয়নগরে বোরো ধান পাকার আগমুহূর্তে নানা রোগে আক্রান্ত হচ্ছে। সবেমাত্র শিষ বেরিয়েছে, এমন খেতে ব্লাস্টের আক্রমণে ধানের রং পরিবর্তন হয়ে চিটা হয়ে যাচ্ছে। এ রোগে আক্রান্ত খেতে কাঁচা ধান দূর থেকে দেখতে পাকা মনে হচ্ছে। নানা কীটনাশক ছিটিয়েও কৃষকেরা কোনো উপকার পাচ্ছেন না। প্রয়োজনীয় পরামর্শও মিলছে না কৃষি কর্মকর্তাদের কাছ থেকে। ফলে হতাশায় ভুগছেন কৃষকেরা।
মনিরামপুর: উপজেলার মামুদকাটি গ্রামের ভ্যানচালক মোতালেব জমাদ্দার ভুট্ট ইজারা নিয়ে এবার চার বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তাঁর প্রায় দুই বিঘা জমিতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। টেংরামারী বিলে ১৮ কাঠার খেতের মধ্যে ১৫ কাঠার ধানে ব্লাস্টের আক্রমণে শেষ হয়ে গেছে। বাকি ২৪ কাঠা আক্রান্ত হয়েছে পাশের মাঠে।
মোতালেব জমাদ্দার বলেন, ‘চার বিঘা ধানের জমির মধ্যে দুই বিঘায় রোগ লেগেছে। ধান গাছের মাঝখান কালো হয়ে শিষ শুকিয়ে যাচ্ছে। সকাল-বিকেল বারবার স্প্রে করতিছি। কোনো কাজ হচ্ছে না। টেংরামারী মাঠের ১৫ কাঠা একে বারে শেষ হয়ে গেছে। খেতে কাঁচি নেওয়া লাগবে না মনে হচ্ছে।’
মোতালেব জমাদ্দার বলেন, ‘কৃষি অফিস থেকে বোরোর বীজ আর সার দিছিল। সে বীজ দিয়ে বীজতলা তৈরি করে পরে রোপণ করিছি। অফিসের বীজের খেত এটি। কোনো জাতের বীজ, তা বোঝা যাচ্ছে না।’
এ কৃষক বলেন, ‘কৃষি অফিসের কাউকে কোনো সময় দেখি না। ওষুধের দোকানে গিয়ে বললে, যে বিষ দেয় তা আইনে ছিটাচ্ছি। কোনো কাজ হচ্ছে না।’
মনিরামপুর কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। আগের মৌসুমগুলোতে ধানের বাজার দর ভালো যাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার বেশি বোরো আবাদ হয়েছে। উপজেলাজুড়ে সব মাঠে বাতাশে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। এর মধ্যে মাজরা, ব্লাস্ট ও ইঁদুরের উৎপাতে হতাশ কয়ে পড়েছেন কৃষকেরা। উপজেলার সব মাঠে কম বেশি খেত এসব রোগে আক্রান্ত হচ্ছে।
রঘুনাথপুর মাঠের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘ধান পাক ধরেছে। গত বৃহস্পতিবার গিয়ে দেখি দুই বিঘা জমিতে ব্লাস্ট দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে ১ হাজার ২০০ টাকার বিষ কিনেছি ছিটানোর জন্য। কোনো সময় কৃষি অফিসের লোকজনের দেখা আমরা পাই না। ধানে রোগ হলে নিজেদের মতো করে কীটনাশক দিই।’
ওই মাঠের কৃষক জাকির হোসেন বলেন, ‘মাঠের প্রায় সব ধান খেতে টুকটাক রোগ দেখা দিয়েছে।’
খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘খবর পেয়েছি, টেংরামারী বিলের কয়েকটি ধানখেতে ব্লাস্ট দেখা দিয়েছে। আমরা কৃষকদের টুপার নামক এক ধরনের কীটনাশক ছিটাতে বলেছি।’
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘ধানগাছ থাকলে, রোগও থাকবে। এবার বিভিন্ন মাঠে বিচ্ছিন্নভাবে হালকা কিছু ব্লাস্ট দেখা দিয়েছে।’
আবুল হাসান বলেন, ‘টেংরামারী বিলে গত বোরো মৌসুমেও ব্লাস্ট দেখা দিয়েছিল। আমি নিজে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে এসেছি। যেকোনো প্রয়োজনে তাঁদের অফিসে যোগাযোগ করতে বলেছি, কিন্তু কৃষকেরা অফিসে আসেন না।’
অভয়নগর: অভয়নগরে বোরো ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কৃষি বিভাগের উদাসীনতাকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩ হাজার ১০০ হেক্টর জমির মধ্যে চলতি বোরো মৌসুমে ১২ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ হয়েছে। জলাবদ্ধতার কারণে ৯০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়নি। বাঘুটিয়া ও পায়রা ইউনিয়নে আবাদকৃত জমির মধ্যে আনুমানিক ১৩ হেক্টর জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৩৪০ মেট্রিক টন।
সরেজমিনে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বুড়বুড়ি বিল, ধান গড়ার মাঠ, নাতকোয়ার বিলে গিয়ে দেখা গেছে, অধিকাংশ ধানের শিষ সাদা হয়ে চিটায় পরিণত হয়েছে। ধানগাছগুলো মরে যাচ্ছে। বিশেষ করে বিরি-২৮ জাতের ধান ব্লাস্ট রোগ আক্রান্ত হয়েছে বেশি। ওই বিলের কৃষক রবিউল ইসলামের ৬০ শতাংশ, রফিক মোড়লের ১০ কাঠা, মহিরউদ্দিনের ১৮ কাঠা জমির ধান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষক আজিজুর রহমান বলেন, ‘ধান রোপণের পর থেকে একদিনও কৃষি অফিসের ব্লক সুপারভাইজার বিলে আসেননি।’
একই অভিযোগ কৃষক রফিক মোড়ল, ইউনুস মোল্যা, প্রদীপ কুমার পাল, কাওছার শেখসহ একাধিক কৃষকের।
কৃষক পরিতোষ কুমার পাল জানান, এক মাস আগে ধানগাছে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিলে তিনি কৃষি অফিসকে জানান। কৃষি অফিসের কর্মকর্তারা আক্রান্ত ধানগাছ তুলে কৃষি অফিসে নিয়ে আসতে বলেন। সে মোতাবেক তিনি আক্রান্ত ধানগাছ গোড়াসহ কৃষি অফিসে নিয়ে আসলে শুধু পরামর্শ পান, কিন্তু প্রতিকার পাননি।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বোরো মৌসুমের শুরু থেকে কৃষকদের ব্লাস্ট রোগ ও প্রতিকার বিষয়ে পরামর্শ দিয়ে আসছি। ধান রোপণের পর থেকে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন ইউনিয়নে কৃষকদের পরামর্শ প্রদান চলমান রয়েছে। বাঘুটিয়া ও পায়রা ইউনিয়নে ব্লাস্ট রোগ আক্রান্ত ১৩ হেক্টর জমির মধ্যে প্রায় ৭ হেক্টর জমির ধান রিকভারি করা হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে