গান দিয়ে শুরু গান দিয়ে শেষ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮: ০৯
Thumbnail image

গত বছর ফেব্রুয়ারিতে বিএফডিসিতে গানের দৃশ্য দিয়ে ক্যামেরা ওপেন হয়েছিল জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’ সিনেমার। শেষটাও হচ্ছে গানের শুটিং দিয়ে। এর মধ্যে পার হয়ে গেছে প্রায় দুই বছর। মাঝে সিনেমাটি শেষ হওয়া নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সব বাধা পেরিয়ে শেষ হচ্ছে মায়ার শুটিং।  

গতকাল থেকে নেত্রকোনার সুসং দুর্গাপুরে গানের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক রোশান ও শবনম বুবলী। ডিসকো ঘরানার গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও দৃষ্টি তালুকদার বন্যা। হৃদয় জাহানের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। আজ শেষ হচ্ছে এই গানের শুটিং। নির্মাতা জানান, আর একটি গানের শুটিং শেষ হলেই সম্পূর্ণ হবে সিনেমার দৃশ্যধারণের কাজ। 

প্রেমের গল্পে নির্মিত এ সিনেমায় বুবলীর নায়ক তিনজন। রোশান ছাড়াও আছেন সাইমন সাদিক ও আনিসুর রহমান মিলন। নির্মাতা জসিম উদ্দিন জাকির বলেন, ‘গল্পে দেখা যাবে বুবলীকে পাগলের মতো ভালোবাসেন মিলন। কিন্তু বুবলী ভালোবাসেন রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যান বুবলী। এরপর ঘটবে নানা সিনেম্যাটিক ঘটনা।’

নানা বাধা পেরিয়ে সিনেমাটির শুটিং শেষ করতে পেরে উচ্ছ্বসিত জাকির। এ নির্মাতা বলেন, ‘শুটিং শুরুর সময় আনিসুর রহমান মিলন যুক্তরাষ্ট্রে চলে যান। আবার মিলনের শিডিউল পেলে অন্যদের মিলছিল না। এমনি নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। তবে, পেছনে কী হয়েছে, সেটা নিয়ে পড়ে থাকতে চাই না। শেষ পর্যন্ত শুটিং সম্পূর্ণ হচ্ছে, এতেই আমি খুশি। আর তারকাবহুল সিনেমা শেষ করতে একটু সময় লাগে এটাই স্বাভাবিক। সবার আন্তরিকতার কারণেই কাজটি শেষ করতে পারছি।’

নির্মাতা জানান, আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান তিনি। এটি প্রযোজনা করছেন আলিনুর আশিক ভুঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত