পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দাখিল পাস করা শিক্ষার্থীদের একই প্রতিষ্ঠানে ধরে রাখতে গোপনে তাঁদের নামে অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ করার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসায়। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষায় ৩২ জন অংশ নিয়ে ২৯ জন উত্তীর্ণ হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য উত্তীর্ণ অনেক শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করতে গিয়ে জানতে পারে তাদের আবেদন আগেই করা হয়ে গেছে। মাদ্রাসার পক্ষ থেকে এই কাজ করা হয়েছে বলে তারা জানতে পারে। পরে ভর্তির আবেদনের জন্য মাদ্রাসায় মার্কশিট ও প্রশংসাপত্র ওঠাতে গেলে অধ্যক্ষ মোজাম্মেল হক ওই মাদ্রাসায়ই তাদের ভর্তির পরামর্শ দেন। তাৎক্ষণিক কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষকে জানান ফলাফল ভালো হওয়ায় তারা পছন্দমতো কলেজে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করেন। এ সময় অধ্যক্ষ রাগান্বিত হয়ে মোয়াজ্জেম আলী নামের এক শিক্ষার্থীকে গলা ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন। এ সময় তিনি উচ্চস্বরে বলেন, ‘অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য প্রশংসাপত্র নিতে হলে পাঁচ হাজার টাকা মাদ্রাসায় জমা দিতে হবে।’
ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, আলিম পর্যায়ে শিক্ষার্থী ধরে রাখতে অধ্যক্ষ কৌশলে অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ করেছেন।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, ‘কম্পিউটারের দোকান থেকে কে কখন ভর্তির আবেদন করেছে সেটা আমার জানার কথা নয় বা আমার দায়িত্ব তো নয়। প্রশংসাপত্রের জন্য টাকা চাওয়ার বিষয়টিও ঠিক নয় বলে তিনি দাবি করেন।’
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের লিখিত অনুমতিপত্র নেওয়া হয়েছে। এতে যেসব শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী নয় তাদের আবেদন নামঞ্জুর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড়ে দাখিল পাস করা শিক্ষার্থীদের একই প্রতিষ্ঠানে ধরে রাখতে গোপনে তাঁদের নামে অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ করার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসায়। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষায় ৩২ জন অংশ নিয়ে ২৯ জন উত্তীর্ণ হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য উত্তীর্ণ অনেক শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করতে গিয়ে জানতে পারে তাদের আবেদন আগেই করা হয়ে গেছে। মাদ্রাসার পক্ষ থেকে এই কাজ করা হয়েছে বলে তারা জানতে পারে। পরে ভর্তির আবেদনের জন্য মাদ্রাসায় মার্কশিট ও প্রশংসাপত্র ওঠাতে গেলে অধ্যক্ষ মোজাম্মেল হক ওই মাদ্রাসায়ই তাদের ভর্তির পরামর্শ দেন। তাৎক্ষণিক কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষকে জানান ফলাফল ভালো হওয়ায় তারা পছন্দমতো কলেজে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করেন। এ সময় অধ্যক্ষ রাগান্বিত হয়ে মোয়াজ্জেম আলী নামের এক শিক্ষার্থীকে গলা ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন। এ সময় তিনি উচ্চস্বরে বলেন, ‘অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য প্রশংসাপত্র নিতে হলে পাঁচ হাজার টাকা মাদ্রাসায় জমা দিতে হবে।’
ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, আলিম পর্যায়ে শিক্ষার্থী ধরে রাখতে অধ্যক্ষ কৌশলে অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ করেছেন।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, ‘কম্পিউটারের দোকান থেকে কে কখন ভর্তির আবেদন করেছে সেটা আমার জানার কথা নয় বা আমার দায়িত্ব তো নয়। প্রশংসাপত্রের জন্য টাকা চাওয়ার বিষয়টিও ঠিক নয় বলে তিনি দাবি করেন।’
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের লিখিত অনুমতিপত্র নেওয়া হয়েছে। এতে যেসব শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী নয় তাদের আবেদন নামঞ্জুর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে