মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সম্প্রতি কোরবানির জন্য অরগানিক পদ্ধতিতে পালন করা গরুর চাহিদা বেড়েছে। বিশেষ পদ্ধতিতে পালন করা এসব গরু মূলত শহুরে ক্রেতাদের কাছে জনপ্রিয় হলেও, সেগুলো নিয়ে আসা হয় বিভিন্ন জেলার প্রত্যন্ত বাজার থেকে। বাজারে প্রচলিত ধরনের গরুর চেয়ে এর দাম একটু বেশি। কিন্তু তা সত্ত্বেও চাহিদা বেড়েছে। সঙ্গে বাড়ছে খামারের সংখ্যাও।
সারা দেশ থেকে সংগ্রহ করা হয় ভালো জাতের বাছুর। তারপর সম্পূর্ণ অরগানিক পদ্ধতিতে করা হয় লালন-পালন। নিজস্ব খামারে উৎপাদিত ভুট্টা, ধানের খড় ও ঘাস খেয়ে বেড়ে ওঠে এসব গরু। এমন বৈশিষ্ট্যের একটি খামার গড়ে উঠেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী গ্রামে। ঈদ সামনে রেখে ক্রেতা টেনে আনছে এ খামারটি। এবারের কোরবানির জন্য শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে এ খামার থেকে। ইতিমধ্যে অর্ধেকের বেশি ষাঁড় বিক্রি হয়ে গেছে।
খামারটির মালিক মো. আনোয়ার হোসেন পরিবেশ বিপর্যয়ের কথা ভেবে ২০১৮ সালে শখের বসে শুরু করেন গরুর খামার। ২০টি বাছুর দিয়ে শুরু করেন যাত্রা। মাত্র চার বছরে তিনি হয়ে উঠেছেন সফল খামারিদের একজন। অরগানিক পদ্ধতি অনুসরণের কারণে তাঁর খামারে পালিত গরুর চাহিদা থাকে সারা বছরই।
আনোয়ার হোসেন বলেন, ‘আমার খামারের দুটি বৈশিষ্ট্য স্বাস্থ্য সচেতন মানুষকে আকৃষ্ট করে। প্রথমত কোনো প্রকার মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার না করে অরগানিক পদ্ধতিতে লালন-পালন। অপরটি হলো সারা দেশের অন্যান্য খামারের তুলনায় দাম কম। অরগানিক পদ্ধতি অনুসরণ করায় আমার খরচও পড়ে কম। এর অন্যতম কারণ হলো আমার নিজস্ব জমিতে ভুট্টা, ধানের খড় ও ঘাস আবাদ করে গরুর খাবারের জোগান দেওয়া হয়। এ ছাড়া প্রাণিসম্পদ অফিসের চিকিৎসকেরা নিয়মিত তদারকি করেন।’
তিনি আরও বলেন, আমাদের খামারের পক্ষ থেকে গ্রাহকদের জন্য কোরবানি উপলক্ষে একটি অফার দেওয়া হয়েছে। ঢাকা-টাঙ্গাইল থেকে আসা ক্রেতারা গরু কিনলে বিনা পয়সায় তাঁদের বাড়িতে গরু পৌঁছে দেওয়া হবে। এটি ক্রেতাদের জন্য ঈদ উপহার।
ঢাকার উত্তরার বাসিন্দা আব্দুল আলীম এসেছেন গরু কিনতে। তিনি গত কয়েক বছর কোরবানিসহ নানা অনুষ্ঠানের জন্য গরু কিনে থাকেন মধুপুরের আকাশী এগ্রো থেকে। তিনি বলেন, ‘এই খামারের গরুগুলো স্বাস্থ্যসম্মত হওয়ায় দামের কথা ভাবি না কখনো। আসি দেখি পছন্দের গরু কিনে নিয়ে যাই।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, মধুপুরে ছোট খামারের সংখ্যা অনেক হলেও বাণিজ্যিক খামার কম। তবে অরগানিক পদ্ধতি অনুসরণ করা খামারের গরুর চাহিদা বেড়েছে। স্বাস্থ্য সচেতন মানুষের আগ্রহ বেশি এ ধরনের গুরু কিনতে। অনেকে দূর থেকে আসেন এই খামারে। স্থানীয়ভাবেও এর চাহিদাও ব্যাপক।
সম্প্রতি কোরবানির জন্য অরগানিক পদ্ধতিতে পালন করা গরুর চাহিদা বেড়েছে। বিশেষ পদ্ধতিতে পালন করা এসব গরু মূলত শহুরে ক্রেতাদের কাছে জনপ্রিয় হলেও, সেগুলো নিয়ে আসা হয় বিভিন্ন জেলার প্রত্যন্ত বাজার থেকে। বাজারে প্রচলিত ধরনের গরুর চেয়ে এর দাম একটু বেশি। কিন্তু তা সত্ত্বেও চাহিদা বেড়েছে। সঙ্গে বাড়ছে খামারের সংখ্যাও।
সারা দেশ থেকে সংগ্রহ করা হয় ভালো জাতের বাছুর। তারপর সম্পূর্ণ অরগানিক পদ্ধতিতে করা হয় লালন-পালন। নিজস্ব খামারে উৎপাদিত ভুট্টা, ধানের খড় ও ঘাস খেয়ে বেড়ে ওঠে এসব গরু। এমন বৈশিষ্ট্যের একটি খামার গড়ে উঠেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী গ্রামে। ঈদ সামনে রেখে ক্রেতা টেনে আনছে এ খামারটি। এবারের কোরবানির জন্য শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে এ খামার থেকে। ইতিমধ্যে অর্ধেকের বেশি ষাঁড় বিক্রি হয়ে গেছে।
খামারটির মালিক মো. আনোয়ার হোসেন পরিবেশ বিপর্যয়ের কথা ভেবে ২০১৮ সালে শখের বসে শুরু করেন গরুর খামার। ২০টি বাছুর দিয়ে শুরু করেন যাত্রা। মাত্র চার বছরে তিনি হয়ে উঠেছেন সফল খামারিদের একজন। অরগানিক পদ্ধতি অনুসরণের কারণে তাঁর খামারে পালিত গরুর চাহিদা থাকে সারা বছরই।
আনোয়ার হোসেন বলেন, ‘আমার খামারের দুটি বৈশিষ্ট্য স্বাস্থ্য সচেতন মানুষকে আকৃষ্ট করে। প্রথমত কোনো প্রকার মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার না করে অরগানিক পদ্ধতিতে লালন-পালন। অপরটি হলো সারা দেশের অন্যান্য খামারের তুলনায় দাম কম। অরগানিক পদ্ধতি অনুসরণ করায় আমার খরচও পড়ে কম। এর অন্যতম কারণ হলো আমার নিজস্ব জমিতে ভুট্টা, ধানের খড় ও ঘাস আবাদ করে গরুর খাবারের জোগান দেওয়া হয়। এ ছাড়া প্রাণিসম্পদ অফিসের চিকিৎসকেরা নিয়মিত তদারকি করেন।’
তিনি আরও বলেন, আমাদের খামারের পক্ষ থেকে গ্রাহকদের জন্য কোরবানি উপলক্ষে একটি অফার দেওয়া হয়েছে। ঢাকা-টাঙ্গাইল থেকে আসা ক্রেতারা গরু কিনলে বিনা পয়সায় তাঁদের বাড়িতে গরু পৌঁছে দেওয়া হবে। এটি ক্রেতাদের জন্য ঈদ উপহার।
ঢাকার উত্তরার বাসিন্দা আব্দুল আলীম এসেছেন গরু কিনতে। তিনি গত কয়েক বছর কোরবানিসহ নানা অনুষ্ঠানের জন্য গরু কিনে থাকেন মধুপুরের আকাশী এগ্রো থেকে। তিনি বলেন, ‘এই খামারের গরুগুলো স্বাস্থ্যসম্মত হওয়ায় দামের কথা ভাবি না কখনো। আসি দেখি পছন্দের গরু কিনে নিয়ে যাই।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, মধুপুরে ছোট খামারের সংখ্যা অনেক হলেও বাণিজ্যিক খামার কম। তবে অরগানিক পদ্ধতি অনুসরণ করা খামারের গরুর চাহিদা বেড়েছে। স্বাস্থ্য সচেতন মানুষের আগ্রহ বেশি এ ধরনের গুরু কিনতে। অনেকে দূর থেকে আসেন এই খামারে। স্থানীয়ভাবেও এর চাহিদাও ব্যাপক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে