বিনোদন ডেস্ক
নতুন সিরিয়াল নিয়ে ফিরলেন গৌরব চট্টোপাধ্যায় ও ঋতব্রতা দে। একান্নবর্তী পরিবারের কাহিনি নিয়ে তৈরি ‘তেঁতুলপাতা’ নামের ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে স্টার জলসায় ১২ আগস্ট থেকে। শমীক বসু পরিচালিত তেঁতুলপাতায় গৌরব অভিনয় করছেন ঋষি চরিত্রে এবং ঋতব্রতা আছেন ঝিল্লির ভূমিকায়। এর আগে ‘এখানে আকাশ নীল’, ‘কন্যাদান’, ‘নায়িকা নং ১’ ও ‘অষ্টমী’ সিরিয়ালে দেখা গেছে ঋতব্রতাকে। অন্যদিকে গৌরব পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টের পরিচিত মুখ। ‘দুর্গা’, ‘বধূবরণ’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘গাঁটছড়া’সহ কয়েকটি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। অনেক দিন পর তিনিও ফিরলেন টিভি পর্দায়।
তেঁতুলপাতার গল্পে ঋষি (গৌরব) অনেকটা রাশভারী, আড়ালে অনেকে তাকে ডাকে কংস মামা বলে। আর ঝিল্লি (ঋতব্রতা) ঠিক তার উল্টো, অনর্গল কথা বলে। অপরিচিত মানুষকেও মুহূর্তে আপন করে নেয়। ভীষণ হাসিখুশি। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলে বিয়ের আসর থেকে পালায় সে। তার স্বপ্নে আছে এক রাজপুত্র, তাকেই বিয়ে করতে চায় ঝিল্লি। শেষ মুহূর্তে দৌড়ে গিয়ে ট্রেন ধরে। ট্রেনেই পরিচয় হয় ঋষির সঙ্গে। তবে প্রথম আলাপটা সুখকর হয় না। ঝিল্লির নানা কর্মকাণ্ডে বিরক্ত হয় ঋষি।
ওদিকে ঋষি যে বাড়িতে থাকে, সেই বাড়ির নাম তেঁতুলপাতা। বাড়ির তিন দুষ্টু বাচ্চা পালিয়েছে। সবাই খুঁজতে খুঁজতে আসে শিমুলপুর স্টেশনে। সেই স্টেশনে নামে ঋষি, তার পেছন পেছন ঝিল্লি। ঋষির সঙ্গে বউয়ের সাজে অপরিচিত এক মেয়েকে দেখে বাড়ির সবাই মনে করে, সে বুঝি বিয়ে করে এসেছে। সঙ্গে সঙ্গে পাড়াময় রটে যায় এ খবর। অন্যদিকে ঝিল্লির সঙ্গেও একের পর এক ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।
তেঁতুলপাতার প্রশংসার পাশাপাশি অনেকে সমালোচনাও করছেন। অনেকের অভিযোগ, ‘জব উই মেট’ সিনেমার ট্রেনের দৃশ্যের সঙ্গে মিল আছে তেঁতুলপাতার প্রমোর। বিষয়টি নিয়ে ঋতব্রতা বলেন, ‘আমার চরিত্রটির সঙ্গে দর্শকেরা গীতের (জব উই মেটের চরিত্র) মিল খুঁজে পাচ্ছেন, এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। খানিকটা মিল তো রয়েছে, গীতের মতো ঝিল্লিও প্রচণ্ড কথা বলে, খুব জলি একটা মেয়ে। ঝিল্লির জীবনেও ভালো লাগা, খারাপ লাগা রয়েছে। তবে গল্প পুরোপুরি আলাদা। ধীরে ধীরে দর্শক সেটা বুঝতে পারবেন।’
নতুন সিরিয়াল নিয়ে ফিরলেন গৌরব চট্টোপাধ্যায় ও ঋতব্রতা দে। একান্নবর্তী পরিবারের কাহিনি নিয়ে তৈরি ‘তেঁতুলপাতা’ নামের ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে স্টার জলসায় ১২ আগস্ট থেকে। শমীক বসু পরিচালিত তেঁতুলপাতায় গৌরব অভিনয় করছেন ঋষি চরিত্রে এবং ঋতব্রতা আছেন ঝিল্লির ভূমিকায়। এর আগে ‘এখানে আকাশ নীল’, ‘কন্যাদান’, ‘নায়িকা নং ১’ ও ‘অষ্টমী’ সিরিয়ালে দেখা গেছে ঋতব্রতাকে। অন্যদিকে গৌরব পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টের পরিচিত মুখ। ‘দুর্গা’, ‘বধূবরণ’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘গাঁটছড়া’সহ কয়েকটি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। অনেক দিন পর তিনিও ফিরলেন টিভি পর্দায়।
তেঁতুলপাতার গল্পে ঋষি (গৌরব) অনেকটা রাশভারী, আড়ালে অনেকে তাকে ডাকে কংস মামা বলে। আর ঝিল্লি (ঋতব্রতা) ঠিক তার উল্টো, অনর্গল কথা বলে। অপরিচিত মানুষকেও মুহূর্তে আপন করে নেয়। ভীষণ হাসিখুশি। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলে বিয়ের আসর থেকে পালায় সে। তার স্বপ্নে আছে এক রাজপুত্র, তাকেই বিয়ে করতে চায় ঝিল্লি। শেষ মুহূর্তে দৌড়ে গিয়ে ট্রেন ধরে। ট্রেনেই পরিচয় হয় ঋষির সঙ্গে। তবে প্রথম আলাপটা সুখকর হয় না। ঝিল্লির নানা কর্মকাণ্ডে বিরক্ত হয় ঋষি।
ওদিকে ঋষি যে বাড়িতে থাকে, সেই বাড়ির নাম তেঁতুলপাতা। বাড়ির তিন দুষ্টু বাচ্চা পালিয়েছে। সবাই খুঁজতে খুঁজতে আসে শিমুলপুর স্টেশনে। সেই স্টেশনে নামে ঋষি, তার পেছন পেছন ঝিল্লি। ঋষির সঙ্গে বউয়ের সাজে অপরিচিত এক মেয়েকে দেখে বাড়ির সবাই মনে করে, সে বুঝি বিয়ে করে এসেছে। সঙ্গে সঙ্গে পাড়াময় রটে যায় এ খবর। অন্যদিকে ঝিল্লির সঙ্গেও একের পর এক ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।
তেঁতুলপাতার প্রশংসার পাশাপাশি অনেকে সমালোচনাও করছেন। অনেকের অভিযোগ, ‘জব উই মেট’ সিনেমার ট্রেনের দৃশ্যের সঙ্গে মিল আছে তেঁতুলপাতার প্রমোর। বিষয়টি নিয়ে ঋতব্রতা বলেন, ‘আমার চরিত্রটির সঙ্গে দর্শকেরা গীতের (জব উই মেটের চরিত্র) মিল খুঁজে পাচ্ছেন, এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। খানিকটা মিল তো রয়েছে, গীতের মতো ঝিল্লিও প্রচণ্ড কথা বলে, খুব জলি একটা মেয়ে। ঝিল্লির জীবনেও ভালো লাগা, খারাপ লাগা রয়েছে। তবে গল্প পুরোপুরি আলাদা। ধীরে ধীরে দর্শক সেটা বুঝতে পারবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে