Ajker Patrika

ভারতের নতুন ক্রাশ নিতানশি

বিনোদন ডেস্ক
আপডেট : ১০ মে ২০২৪, ২২: ৪৩
ভারতের নতুন ক্রাশ নিতানশি

চলচ্চিত্রবিষয়ক অনলাইন তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেইস (আইএমডিবি) প্রতি সপ্তাহে জনপ্রিয় তারকাদের নিয়ে জরিপ চালায়। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এ প্ল্যাটফর্মের প্রায় ২০০ মিলিয়ন ব্যবহারকারী ভোট দিয়ে নির্বাচিত করেন সপ্তাহের সেরা ১০ তারকাকে। এ সপ্তাহে ভারতীয় তারকাদের মধ্যে প্রথম অবস্থানে উঠে এসেছেন নিতানশি গোয়েল। ১৭ বছর বয়সী এই মডেল ও অভিনেত্রী কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করে আছেন আলোচনার কেন্দ্রে। ফুলকুমারী চরিত্রে তাঁর অভিনয় মন জয় করেছে সবার। তারই ধারাবাহিকতায় এখন সর্বত্র আলোচনা চলছে নিতানশিকে ঘিরে। তাঁকে বলা হচ্ছে ভারতের নতুন ক্রাশ।

আরেকটা কারণেও নিতানশি দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচিত। লাপাতা লেডিসের লুকে তিনি হাঁটছেন ফ্যাশন দুনিয়ার বড় আসর মেট গালার সোনালি কার্পেটে—এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। ফটোশপে তৈরি ছবিটি মঙ্গলবার পোস্ট করা হয় আমির খান প্রোডাকশনসের সোশ্যাল মিডিয়া পেজে। প্রিয় অভিনেত্রীকে মেট গালার আসরে দেখার এ কাল্পনিক দৃশ্য সাদরে গ্রহণ করেছেন ভক্তরা।

লাপাতা লেডিস দিয়ে প্রথম পরিচিতি পেলেও নিতানশি শোবিজের সঙ্গে জড়িত প্রায় এক যুগ ধরে। ভারতের উত্তর প্রদেশের নয়ডায় জন্ম তাঁর। ২০১৫ সালে মিস প্যান্টালুনস জুনিয়র ফ্যাশন আইকন খেতাব জেতেন। এরপর একাধিক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছেন, মডেলিং করেছেন অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপনে।

নিতানশি গোয়েলঅভিনয় শুরু করেন মাত্র ৯ বছর বয়সে। ‘নাগার্জুনা: এক যোদ্ধা’, ‘কর্মফল দাতা শনি’, ‘ইশকবাজ’, ‘দয়া’, ‘পেশওয়া বাজিরাও’সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন নিতানশি। এ ছাড়া তাঁকে দেখা গেছে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ইন্দু সরকার’, ‘হুরদাং’সহ কয়েকটি সিনেমায়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত মুখ নিতানশি। ইনস্টাগ্রামে ১ কোটির বেশি ব্যবহারকারী অনুসরণ করেন তাঁকে। 

লাপাতা লেডিসের জন্য যখন নতুন মুখ খুঁজছিলেন পরিচালক কিরণ রাও, তখন অনলাইনে অডিশনে অংশ নেন নিতানশি। কিছুদিন পর ফোন আসে, আমির খান ও কিরণ রাও তাঁর সঙ্গে দেখা করতে চান। প্রথমে ভেবেছিলেন হয়তো কেউ মজা করছে। সংশয় নিয়ে পৌঁছে যান আমিরের অফিসে। ফুলকুমারী চরিত্রে চূড়ান্তও হন। বাকিটা এখন ইতিহাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত