Ajker Patrika

নড়াইলে ২ দিনব্যাপী আর্টক্যাম্পের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২: ০৬
নড়াইলে ২ দিনব্যাপী আর্টক্যাম্পের উদ্বোধন

নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দু দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিল্পী সুলতানের প্রতিষ্ঠিত শিশুস্বর্গ ভবনে এ ক্যাম্পের উদ্বোধন হয়। উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অশোক শীল, শিল্পকলা একাডেমি র সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, বর্তমান অধ্যক্ষ অনাদী বৈরাগী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু প্রমুখ। এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এ আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী জানান, ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও নড়াইলের বিভিন্ন আর্ট কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ৩৬ জন চারুকলার ছাত্র এ আর্টক্যাম্পে অংশগ্রহণ করেছেন। আজ শনিবার বেলা ১১টায় আর্ট ক্যাম্পের শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত