নাটোর ও বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন আজ রোববার। পৌরসভা দুটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া ভোটের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ২৮টি বুথে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নাটোর পৌরসভায় ৩০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা গেছে, নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিল পদে ৬৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০টি ভোটকেন্দ্রে ৩০ হাজার ৬৮১ জন পুরুষ এবং ৩২ হাজার ৮০৫ জন নারী ভোটাধিকার প্রয়োগ করবেন।
অপর দিকে, বাগাতিপাড়া পৌরসভায় কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে মোট ৮ হাজার ৫৮৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে মামলা জটিলতা কাটিয়ে নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন দীর্ঘ ১৬ বছরের আজ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে পৌর এলাকার সচেতন মানুষসহ সবার মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীসহ বিদ্রোহী প্রার্থী রয়েছেন একজন। এ ছাড়া ওই পদে সদ্য বহিষ্কৃত বিএনপির দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বারইপাড়া মহল্লার রুহুল আমিন বাবু বলেন, দীর্ঘদিন পরে ভোট হওয়ায় তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে ঘিরে সারা পৌরসভায় এক উৎসবের আমেজ বিরাজ করছিল।
বাগাতিপাড়ায় মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে পৌরসভাজুড়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী বলেন, বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা ব্যবস্থা কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি কেন্দ্রেই সার্বক্ষণিক একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা থাকবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বলেন, ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন আজ রোববার। পৌরসভা দুটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া ভোটের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ২৮টি বুথে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নাটোর পৌরসভায় ৩০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা গেছে, নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিল পদে ৬৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০টি ভোটকেন্দ্রে ৩০ হাজার ৬৮১ জন পুরুষ এবং ৩২ হাজার ৮০৫ জন নারী ভোটাধিকার প্রয়োগ করবেন।
অপর দিকে, বাগাতিপাড়া পৌরসভায় কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে মোট ৮ হাজার ৫৮৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে মামলা জটিলতা কাটিয়ে নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন দীর্ঘ ১৬ বছরের আজ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে পৌর এলাকার সচেতন মানুষসহ সবার মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীসহ বিদ্রোহী প্রার্থী রয়েছেন একজন। এ ছাড়া ওই পদে সদ্য বহিষ্কৃত বিএনপির দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বারইপাড়া মহল্লার রুহুল আমিন বাবু বলেন, দীর্ঘদিন পরে ভোট হওয়ায় তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে ঘিরে সারা পৌরসভায় এক উৎসবের আমেজ বিরাজ করছিল।
বাগাতিপাড়ায় মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে পৌরসভাজুড়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী বলেন, বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা ব্যবস্থা কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি কেন্দ্রেই সার্বক্ষণিক একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা থাকবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বলেন, ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৬ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪