শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে রাস্তার দুপাশে রোপণ করা শত শত আকাশমণিগাছ মালিকানা দ্বন্দ্বে মরে যাচ্ছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন উপকারভোগীরা। আরও ১০ বছর আগেই গাছগুলো কাটার উপযোগী হয়। কিন্তু মালিকানা দ্বন্দ্বে কাটতে পারছে না কোনো পক্ষই। উপকারভোগীদের দাবি, একটি পক্ষ ‘ভুয়া দলিল’ তৈরি করে গাছের মালিকানা দাবি করেছেন বন বিভাগের কাছে। এতে গাছগুলো বিক্রি করতে পারছেন না প্রকৃত উপকারভোগীরা।
জানা যায়, ১৯৯৯ সালে শ্রীপুর উত্তরপাড়া স্বপ্ননীল ভূমিহীন সমবায় সমিতির মাধ্যমে শ্রীপুর টেংরা রাস্তার মোড় থেকে ফিরোজ মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার দুই ধারে ৩ হাজার আকাশমণি গাছ রোপণ করা হয়। গাছগুলো ২০১০ সালে বিক্রি করার কথা ছিল। কিন্তু স্থানীয় জালাল উদ্দিন ও নূরু মিয়া নামের দুজন ব্যক্তি নিজেদের পক্ষে দলিল উপস্থাপন করে বন বিভাগের কাছে মালিকানা দাবি করে গাছগুলো কাটতে ও বিক্রি করতে দিচ্ছেন না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রাস্তার দুই পাশে রোপণ করা গাছগুলোর বেশির ভাগ মরে গেছে। গাছের বাকল শুকিয়ে গেছে। বেশির ভাগ গাছের ডালপালা ভেঙে মাটিতে পড়ছে। হালকা বাতাসেই গাছের মরা ডালপালা রাস্তায় ভেঙে পড়ছে। অনেক সময় ডাল পড়ে ঘটছে দুর্ঘটনাও।
মালিকানা দাবি করা জালাল উদ্দিন বলেন, ‘আমাদের মালিকানার সব দলিল বন বিভাগের কাছে দিয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করবেন। ভুয়া হলে তাঁরা আমাদের দলিল বাতিল করবেন।’
স্বপ্ননীল ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলে মোমেন আকন্দ বলেন, ‘সমবায় সমিতির মাধ্যমে ১৮ জন সদস্যের উদ্যোগে ৩ কিলোমিটার রাস্তার দুপাশে ৩ হাজার গাছ রোপণ করা হয়। ২০২০ সালে বিক্রির জন্য গাছের ছাল-বাকল তুলে চিহ্নিত করে বন বিভাগ। এর কিছুদিন পর স্থানীয় একটি চক্র গাছগুলোর মালিকানা দাবি করে একটি ভুয়া দলিল উপস্থাপন করে। গাছগুলো বিক্রির উপযোগী হওয়ার ১০ বছরের বেশি সময় পার হয়েছে। কিন্তু বিক্রি না হওয়ায় বেশির ভাগ গাছই মরে গেছে। ঝড়ে ভেঙে পড়ছে ডালপালা। এতে সমিতির ১৮ জন সদস্য ক্ষতির মুখে পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে।’
গাছগুলো দেখভালের দায়িত্বে থাকা বন বিভাগের মৌচাক রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘৩ কিলোমিটার রাস্তায় থাকা গাছের মালিকানা দ্বন্দ্ব থাকায় গাছগুলো মরে নষ্ট হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকৃত মালিকদের গাছগুলো বিক্রির অনুমতি দেওয়া হবে। গাছ বিক্রির টাকার ৬০ শতাংশ পাবেন উপকারভোগীরা, উপজেলা প্রকৌশলী অফিস পাবে পাঁচ শতাংশ, বন বিভাগ পাবে ১৫ শতাংশ এবং সংশ্লিষ্ট এনজিও পাবে ১৫ শতাংশ অর্থ।’
শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ‘খোঁজখবর নিয়ে মালিকানা দ্বন্দ্বের অবসান করে প্রকৃত উপকারভোগীদের গাছের মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে রাস্তার দুপাশে রোপণ করা শত শত আকাশমণিগাছ মালিকানা দ্বন্দ্বে মরে যাচ্ছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন উপকারভোগীরা। আরও ১০ বছর আগেই গাছগুলো কাটার উপযোগী হয়। কিন্তু মালিকানা দ্বন্দ্বে কাটতে পারছে না কোনো পক্ষই। উপকারভোগীদের দাবি, একটি পক্ষ ‘ভুয়া দলিল’ তৈরি করে গাছের মালিকানা দাবি করেছেন বন বিভাগের কাছে। এতে গাছগুলো বিক্রি করতে পারছেন না প্রকৃত উপকারভোগীরা।
জানা যায়, ১৯৯৯ সালে শ্রীপুর উত্তরপাড়া স্বপ্ননীল ভূমিহীন সমবায় সমিতির মাধ্যমে শ্রীপুর টেংরা রাস্তার মোড় থেকে ফিরোজ মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার দুই ধারে ৩ হাজার আকাশমণি গাছ রোপণ করা হয়। গাছগুলো ২০১০ সালে বিক্রি করার কথা ছিল। কিন্তু স্থানীয় জালাল উদ্দিন ও নূরু মিয়া নামের দুজন ব্যক্তি নিজেদের পক্ষে দলিল উপস্থাপন করে বন বিভাগের কাছে মালিকানা দাবি করে গাছগুলো কাটতে ও বিক্রি করতে দিচ্ছেন না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রাস্তার দুই পাশে রোপণ করা গাছগুলোর বেশির ভাগ মরে গেছে। গাছের বাকল শুকিয়ে গেছে। বেশির ভাগ গাছের ডালপালা ভেঙে মাটিতে পড়ছে। হালকা বাতাসেই গাছের মরা ডালপালা রাস্তায় ভেঙে পড়ছে। অনেক সময় ডাল পড়ে ঘটছে দুর্ঘটনাও।
মালিকানা দাবি করা জালাল উদ্দিন বলেন, ‘আমাদের মালিকানার সব দলিল বন বিভাগের কাছে দিয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করবেন। ভুয়া হলে তাঁরা আমাদের দলিল বাতিল করবেন।’
স্বপ্ননীল ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলে মোমেন আকন্দ বলেন, ‘সমবায় সমিতির মাধ্যমে ১৮ জন সদস্যের উদ্যোগে ৩ কিলোমিটার রাস্তার দুপাশে ৩ হাজার গাছ রোপণ করা হয়। ২০২০ সালে বিক্রির জন্য গাছের ছাল-বাকল তুলে চিহ্নিত করে বন বিভাগ। এর কিছুদিন পর স্থানীয় একটি চক্র গাছগুলোর মালিকানা দাবি করে একটি ভুয়া দলিল উপস্থাপন করে। গাছগুলো বিক্রির উপযোগী হওয়ার ১০ বছরের বেশি সময় পার হয়েছে। কিন্তু বিক্রি না হওয়ায় বেশির ভাগ গাছই মরে গেছে। ঝড়ে ভেঙে পড়ছে ডালপালা। এতে সমিতির ১৮ জন সদস্য ক্ষতির মুখে পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে।’
গাছগুলো দেখভালের দায়িত্বে থাকা বন বিভাগের মৌচাক রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘৩ কিলোমিটার রাস্তায় থাকা গাছের মালিকানা দ্বন্দ্ব থাকায় গাছগুলো মরে নষ্ট হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকৃত মালিকদের গাছগুলো বিক্রির অনুমতি দেওয়া হবে। গাছ বিক্রির টাকার ৬০ শতাংশ পাবেন উপকারভোগীরা, উপজেলা প্রকৌশলী অফিস পাবে পাঁচ শতাংশ, বন বিভাগ পাবে ১৫ শতাংশ এবং সংশ্লিষ্ট এনজিও পাবে ১৫ শতাংশ অর্থ।’
শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ‘খোঁজখবর নিয়ে মালিকানা দ্বন্দ্বের অবসান করে প্রকৃত উপকারভোগীদের গাছের মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ মিনিট আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে