অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
‘একটু কমে চলে না ভাই? ১৪০০ চাইছেন, ১৩৫০ নিয়েন। মাত্র ৫০ টাকার ব্যবধান, চলেন না ভাই।’ ধান কাটা শ্রমিক নিতে এই দর-কষাকষি চলছিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা বাজারের শ্রমিক হাটে।
গত সোমবার ভোরে ১০ জন শ্রমিকের জন্য প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই দর-কষাকষি। তবুও নিষ্ফল আবেদন। বাধ্য হয়ে ১ হাজার ৪০০ টাকায় শ্রমিক কিনে বাড়ি ফিরলেন উপজেলার তারাকান্দি গ্রামের কৃষক নূর হোসেন।
শুধু নূর হোসেন নয়, তার মতো শত শত কৃষক ছুটছেন শ্রমিকের পেছনে। আর শ্রমিকেরা ছুটছেন মোটা অঙ্কের টাকার দিকে। ধান কাটা মৌসুমে শ্রমিক পাওয়া যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতো বলে মন্তব্য করেছেন কৃষকেরা।
এক দিনের জন্য জনপ্রতি ১ হাজার ৪০০ টাকা শ্রমমূল্য দেওয়ার পাশাপাশি ওই শ্রমিকদের তিনবেলা খাবার ও ধূমপায়ীদের বিড়ি দিতে হচ্ছে। এ ক্ষেত্রে জনপ্রতি আরও ১৫০ টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। একসঙ্গে বেশির ভাগ ধান পেকে যাওয়ায় এবং শ্রমিকের আকাশচুম্বী মজুরির কারণে অসহায় হয়ে পড়েছেন কৃষক। ভরা বোরো মৌসুমে পাকা ধান মাঠে রেখে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। অপর দিকে ঝড়-তুফান, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রকৃতিনির্ভর এই আবাদে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে যেকোনো সময় আবারও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সোনার ফসল।
সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ২২ হাজার ৭৫৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২ হাজার ৭৫১ হেক্টর। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন। ইতিমধ্যে উপজেলাজুড়ে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে।
শ্রমিক-সংকটে প্রতি একর জমির ধান কাটতে চুক্তিভিত্তিতে ১৫-২০ হাজার টাকা নিচ্ছেন শ্রমিকেরা। অথচ একরপ্রতি ৫০-৬০ মণ হারে ধান পাওয়া যাচ্ছে। প্রতি মণ ধানের বর্তমান বাজারমূল্য ৭০০ থেকে ৮০০ টাকা। বর্তমান বাজারদর ও অতিরিক্ত শ্রম-মজুরিতে ধানের উৎপাদন খরচ বেশি পড়ছে বলে জানান কৃষকেরা।
আন্ধারুপাড়া গ্রামের কৃষক হাবিল উদ্দিন বলেন, ‘শ্রমিকেরা তাঁদের মনমতো অতিরিক্ত দামে ধান কাটছেন। এতে আমরা শ্রমিকের কাছে অসহায় হয়ে পড়েছি।’
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর বলেন,‘ শ্রমিক-সংকট মোকাবিলায় কৃষিকে যান্ত্রিকীকরণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকার শতকরা ৫০ ভাগ ভর্তুকি দিয়ে মাড়াইযন্ত্র বিতরণ করছে। এই সুবিধা দেওয়ার পরও কৃষকেরা এসব যন্ত্র নিচ্ছেন না।’
‘একটু কমে চলে না ভাই? ১৪০০ চাইছেন, ১৩৫০ নিয়েন। মাত্র ৫০ টাকার ব্যবধান, চলেন না ভাই।’ ধান কাটা শ্রমিক নিতে এই দর-কষাকষি চলছিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা বাজারের শ্রমিক হাটে।
গত সোমবার ভোরে ১০ জন শ্রমিকের জন্য প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই দর-কষাকষি। তবুও নিষ্ফল আবেদন। বাধ্য হয়ে ১ হাজার ৪০০ টাকায় শ্রমিক কিনে বাড়ি ফিরলেন উপজেলার তারাকান্দি গ্রামের কৃষক নূর হোসেন।
শুধু নূর হোসেন নয়, তার মতো শত শত কৃষক ছুটছেন শ্রমিকের পেছনে। আর শ্রমিকেরা ছুটছেন মোটা অঙ্কের টাকার দিকে। ধান কাটা মৌসুমে শ্রমিক পাওয়া যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতো বলে মন্তব্য করেছেন কৃষকেরা।
এক দিনের জন্য জনপ্রতি ১ হাজার ৪০০ টাকা শ্রমমূল্য দেওয়ার পাশাপাশি ওই শ্রমিকদের তিনবেলা খাবার ও ধূমপায়ীদের বিড়ি দিতে হচ্ছে। এ ক্ষেত্রে জনপ্রতি আরও ১৫০ টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। একসঙ্গে বেশির ভাগ ধান পেকে যাওয়ায় এবং শ্রমিকের আকাশচুম্বী মজুরির কারণে অসহায় হয়ে পড়েছেন কৃষক। ভরা বোরো মৌসুমে পাকা ধান মাঠে রেখে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। অপর দিকে ঝড়-তুফান, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রকৃতিনির্ভর এই আবাদে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে যেকোনো সময় আবারও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সোনার ফসল।
সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ২২ হাজার ৭৫৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২ হাজার ৭৫১ হেক্টর। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন। ইতিমধ্যে উপজেলাজুড়ে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে।
শ্রমিক-সংকটে প্রতি একর জমির ধান কাটতে চুক্তিভিত্তিতে ১৫-২০ হাজার টাকা নিচ্ছেন শ্রমিকেরা। অথচ একরপ্রতি ৫০-৬০ মণ হারে ধান পাওয়া যাচ্ছে। প্রতি মণ ধানের বর্তমান বাজারমূল্য ৭০০ থেকে ৮০০ টাকা। বর্তমান বাজারদর ও অতিরিক্ত শ্রম-মজুরিতে ধানের উৎপাদন খরচ বেশি পড়ছে বলে জানান কৃষকেরা।
আন্ধারুপাড়া গ্রামের কৃষক হাবিল উদ্দিন বলেন, ‘শ্রমিকেরা তাঁদের মনমতো অতিরিক্ত দামে ধান কাটছেন। এতে আমরা শ্রমিকের কাছে অসহায় হয়ে পড়েছি।’
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর বলেন,‘ শ্রমিক-সংকট মোকাবিলায় কৃষিকে যান্ত্রিকীকরণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকার শতকরা ৫০ ভাগ ভর্তুকি দিয়ে মাড়াইযন্ত্র বিতরণ করছে। এই সুবিধা দেওয়ার পরও কৃষকেরা এসব যন্ত্র নিচ্ছেন না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে