সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এক ধর্ষণের ঘটনায় আইনি ব্যবস্থা না নিয়ে বিবাদীর সঙ্গে মিলে মীমাংসা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। ইতিমধ্যে ফরিদুল আলম নামের ওই এসআইকে আশুলিয়া থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে পুলিশ বলছে, ফরিদুলকে কোনো ঘটনায় শাস্তি হিসেবে নয়, অভ্যন্তরীণ বিষয়ের অংশ হিসেবে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী ও মামলার এজাহার থেকে জানা যায়, তিন-চার মাস আগে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় স্থানীয় সাকিব ভূঁইয়ার (২৮) সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। এরপর তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন সাকিব।
গত ৬ মার্চ সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে। এরপর থেকে বিয়ের কথা বললে সেই নারীকে টালবাহানা করে ঘোরাতে থাকেন ওই যুবক। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে তদন্তের দায়িত্ব পান আশুলিয়া থানার এসআই মো. ফরিদুল আলম। তিনি ভুক্তভোগীকে আড়াই লাখ টাকা দিয়ে ঘটনাটি মীমাংসা করেন।
মীমাংসার বিষয়টি জানাজানি হলে ফরিদুল ভুক্তভোগীকে মামলা করতে বলেন। গত সোমবার এ বিষয়ে মামলা নেয় আশুলিয়া থানা-পুলিশ। ওই দিনই আসামি সাকিবকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী নারী বলেন, ‘এর আগেই এ ঘটনার মীমাংসা করা হয়েছিল। এসআই ফরিদ এবং আরও কয়েকজন স্থানীয় লোক থানায় বসেই আমাকে আড়াই লাখ টাকা দিয়ে মীমাংসা করায়। তাঁরা বলেন, ‘মামলায় গেলে অনেক ঝামেলা, অনেক খরচ, তুমি মীমাংসা করে নাও। সেই টাকা থেকে আমার কাছে বিভিন্ন খরচাপাতির কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন উপস্থিত লোকেরা। আমি ৪০ হাজার টাকা টেবিলের ওপর রেখে চলে আসি।’
ভুক্তভোগী বলেন, ‘হঠাৎ করে এসআই ফরিদ আমাকে ফোন দিয়ে বলেন, ‘‘বোন, আমার চাকরিটা বাঁচাও। তুমি থানায় এসে একটা স্টেটমেন্ট (বিবৃতি) দিয়ে যাও। পরে আমাকে থানায় ডেকে মামলা নেন।’
গতকাল এসআই ফরিদুল আলম বলেন, ‘আজ থেকে আমি পুলিশ লাইনসে সংযুক্ত আছি। ওই মামলার তদন্ত কর্মকর্তা আমি। টাকাপয়সা নিয়ে কোনো মীমাংসা করা হয়নি। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’ তাহলে কেন আপনাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার সিনিয়র কর্মকর্তারা বলতে পারবেন।’
ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, যেকোনো সময় যেকোনো পুলিশ বদলি হতে পারেন। এটি শাস্তিমূলক বিষয় নয়। এটি পুলিশের অভ্যন্তরীণ বিষয়।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এক ধর্ষণের ঘটনায় আইনি ব্যবস্থা না নিয়ে বিবাদীর সঙ্গে মিলে মীমাংসা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। ইতিমধ্যে ফরিদুল আলম নামের ওই এসআইকে আশুলিয়া থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে পুলিশ বলছে, ফরিদুলকে কোনো ঘটনায় শাস্তি হিসেবে নয়, অভ্যন্তরীণ বিষয়ের অংশ হিসেবে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী ও মামলার এজাহার থেকে জানা যায়, তিন-চার মাস আগে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় স্থানীয় সাকিব ভূঁইয়ার (২৮) সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। এরপর তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন সাকিব।
গত ৬ মার্চ সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে। এরপর থেকে বিয়ের কথা বললে সেই নারীকে টালবাহানা করে ঘোরাতে থাকেন ওই যুবক। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে তদন্তের দায়িত্ব পান আশুলিয়া থানার এসআই মো. ফরিদুল আলম। তিনি ভুক্তভোগীকে আড়াই লাখ টাকা দিয়ে ঘটনাটি মীমাংসা করেন।
মীমাংসার বিষয়টি জানাজানি হলে ফরিদুল ভুক্তভোগীকে মামলা করতে বলেন। গত সোমবার এ বিষয়ে মামলা নেয় আশুলিয়া থানা-পুলিশ। ওই দিনই আসামি সাকিবকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী নারী বলেন, ‘এর আগেই এ ঘটনার মীমাংসা করা হয়েছিল। এসআই ফরিদ এবং আরও কয়েকজন স্থানীয় লোক থানায় বসেই আমাকে আড়াই লাখ টাকা দিয়ে মীমাংসা করায়। তাঁরা বলেন, ‘মামলায় গেলে অনেক ঝামেলা, অনেক খরচ, তুমি মীমাংসা করে নাও। সেই টাকা থেকে আমার কাছে বিভিন্ন খরচাপাতির কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন উপস্থিত লোকেরা। আমি ৪০ হাজার টাকা টেবিলের ওপর রেখে চলে আসি।’
ভুক্তভোগী বলেন, ‘হঠাৎ করে এসআই ফরিদ আমাকে ফোন দিয়ে বলেন, ‘‘বোন, আমার চাকরিটা বাঁচাও। তুমি থানায় এসে একটা স্টেটমেন্ট (বিবৃতি) দিয়ে যাও। পরে আমাকে থানায় ডেকে মামলা নেন।’
গতকাল এসআই ফরিদুল আলম বলেন, ‘আজ থেকে আমি পুলিশ লাইনসে সংযুক্ত আছি। ওই মামলার তদন্ত কর্মকর্তা আমি। টাকাপয়সা নিয়ে কোনো মীমাংসা করা হয়নি। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’ তাহলে কেন আপনাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার সিনিয়র কর্মকর্তারা বলতে পারবেন।’
ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, যেকোনো সময় যেকোনো পুলিশ বদলি হতে পারেন। এটি শাস্তিমূলক বিষয় নয়। এটি পুলিশের অভ্যন্তরীণ বিষয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে