সবুর শুভ, চট্টগ্রাম
পানিতে লবণাক্ততা সমস্যায় তিন মাস ধরে নাকাল চট্টগ্রাম নগরীর মানুষ। এই সমস্যা সমাধানে নতুন প্রকল্পের পরিকল্পনা করছে চট্টগ্রাম ওয়াসা। পরিকল্পনা অনুযায়ী, মোহরা পানি শোধনাগার প্রকল্পের পাশেই ৩৫ কোটি লিটার ক্ষমতার নতুন একটি শোধনাগার নির্মাণ করা হবে।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে কালুরঘাট এলাকায় স্থাপন করা হয় মোহরা পানি শোধনাগার। হালদা নদী থেকে পানি এনে এখানে শোধন করা হয়। এখান থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৯ কোটি লিটার পানি মেলে। তবে নদীর পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে তা কমে গেছে ৪ কোটি লিটার। এ অবস্থায় ওয়াসা কর্তৃপক্ষ মোহরা পানি শোধনাগার লাগোয়া জায়গায় নতুন প্রকল্প সম্পন্ন করতে চায়। প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়েছে মোহরা পানি শোধনাগারের পাশে। তবে পানি নেওয়া হবে ৫ কিলোমিটার দূরে কর্ণফুলী (বোয়ালখালী ভান্ডালজুড়ি এলাকা) নদীর উৎস থেকে। যেখানে লবণাক্ততার কোনো সমস্যা নেই।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম। তিনি জানান, ওয়াসার পানিকে লবণমুক্ত করতে ভান্ডালজুড়ি এলাকায় পানি তোলার জন্য একটি স্টেশন করা হবে। চট্টগ্রাম ওয়াসা নতুন প্রকল্প গ্রহণে প্রিলিমিনারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল বা পিডিপিপি প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে নদীর তলদেশ দিয়ে পাঁচ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। প্রকল্প বাস্তবায়নে কয়েকটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে।
জানা গেছে, তিন মাস ধরে চট্টগ্রাম ওয়াসার পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। বৃষ্টিই এই সমস্যার একমাত্র সমাধান হওয়ায় সেই থেকে আকাশের দিকে তাকিয়ে রয়েছে চট্টগ্রাম ওয়াসা। এই অবস্থায় জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে। পানি সমস্যার সমাধানে ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে মাঠে নামছেন ভুক্তভোগীরা। তাঁরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান ও ওয়াসার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন। প্রতিদিন ৪৯ কোটি লিটারের জায়গায় লবণাক্ততার কারণে ৭ কোটি লিটারের মতো পানি কম হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে নতুন প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে ওয়াসা।
চট্টগ্রাম ওয়াসার তথ্যমতে, বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। ৭৭০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে সংস্থাটি পানি সরবরাহ করে। বেশির ভাগ লাইন পুরোনো হওয়ার কারণে এমনিতেই সংকটে থাকতে হয় গ্রাহকদের। লাইনে ছিদ্রের কারণে পানি নষ্ট হয়। লবণাক্ততা ও লোডশেডিংয়ের কারণে এখন সংকট আরও প্রকট হয়েছে।
নতুন প্রকল্পের বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, আগের প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে লবণাক্ততার কথা মাথায় রাখলে নতুন প্রকল্পের দরকার হতো না। ওয়াসাকে মানুষের সমস্যা সমাধানে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
পানিতে লবণাক্ততা সমস্যায় তিন মাস ধরে নাকাল চট্টগ্রাম নগরীর মানুষ। এই সমস্যা সমাধানে নতুন প্রকল্পের পরিকল্পনা করছে চট্টগ্রাম ওয়াসা। পরিকল্পনা অনুযায়ী, মোহরা পানি শোধনাগার প্রকল্পের পাশেই ৩৫ কোটি লিটার ক্ষমতার নতুন একটি শোধনাগার নির্মাণ করা হবে।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে কালুরঘাট এলাকায় স্থাপন করা হয় মোহরা পানি শোধনাগার। হালদা নদী থেকে পানি এনে এখানে শোধন করা হয়। এখান থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৯ কোটি লিটার পানি মেলে। তবে নদীর পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে তা কমে গেছে ৪ কোটি লিটার। এ অবস্থায় ওয়াসা কর্তৃপক্ষ মোহরা পানি শোধনাগার লাগোয়া জায়গায় নতুন প্রকল্প সম্পন্ন করতে চায়। প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়েছে মোহরা পানি শোধনাগারের পাশে। তবে পানি নেওয়া হবে ৫ কিলোমিটার দূরে কর্ণফুলী (বোয়ালখালী ভান্ডালজুড়ি এলাকা) নদীর উৎস থেকে। যেখানে লবণাক্ততার কোনো সমস্যা নেই।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম। তিনি জানান, ওয়াসার পানিকে লবণমুক্ত করতে ভান্ডালজুড়ি এলাকায় পানি তোলার জন্য একটি স্টেশন করা হবে। চট্টগ্রাম ওয়াসা নতুন প্রকল্প গ্রহণে প্রিলিমিনারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল বা পিডিপিপি প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে নদীর তলদেশ দিয়ে পাঁচ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। প্রকল্প বাস্তবায়নে কয়েকটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে।
জানা গেছে, তিন মাস ধরে চট্টগ্রাম ওয়াসার পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। বৃষ্টিই এই সমস্যার একমাত্র সমাধান হওয়ায় সেই থেকে আকাশের দিকে তাকিয়ে রয়েছে চট্টগ্রাম ওয়াসা। এই অবস্থায় জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে। পানি সমস্যার সমাধানে ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে মাঠে নামছেন ভুক্তভোগীরা। তাঁরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান ও ওয়াসার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন। প্রতিদিন ৪৯ কোটি লিটারের জায়গায় লবণাক্ততার কারণে ৭ কোটি লিটারের মতো পানি কম হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে নতুন প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে ওয়াসা।
চট্টগ্রাম ওয়াসার তথ্যমতে, বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। ৭৭০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে সংস্থাটি পানি সরবরাহ করে। বেশির ভাগ লাইন পুরোনো হওয়ার কারণে এমনিতেই সংকটে থাকতে হয় গ্রাহকদের। লাইনে ছিদ্রের কারণে পানি নষ্ট হয়। লবণাক্ততা ও লোডশেডিংয়ের কারণে এখন সংকট আরও প্রকট হয়েছে।
নতুন প্রকল্পের বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, আগের প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে লবণাক্ততার কথা মাথায় রাখলে নতুন প্রকল্পের দরকার হতো না। ওয়াসাকে মানুষের সমস্যা সমাধানে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪