Ajker Patrika

ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১: ১৩
ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) ইসলাম উদ্দিন বিশ্বাসের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন ইউনিয়নের জোড়াঘাটা গ্রামের হুচুকপাড়ার আব্দুস সাত্তারের দুই ছেলে রাজু আহমেদ ওরফে রাজিব (২৮) ও রাসেল (২৩)। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোহাম্মদ মহসীন।

আহতেরা জানান, তাঁরা আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের কর্মী। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোট দেওয়ার জন্য অবস্থান করছিলাম। এ সময় নৌকা প্রতীকের সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াদেহ মাহমুদ রবিন জানান, একজনের পেছনে ও আরেকজনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত